২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

হিলিতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরায় কমেনি

-

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে অন্তত পাঁচ টাকা। তবে এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। জানা যায়, সাম্প্রতিক বন্যায় ভারতের পেঁয়াজ উৎপাদন অঞ্চলগুলোতে পেঁয়াজের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে পেঁয়াজ আমদানি কমে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর আট দিন বন্ধ ছিল। এ ছাড়াও ঈদের পর যানবাহন, শ্রমিক সঙ্কট এবং ভারতে বন্যার কারণে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছিল।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব মতে এক সপ্তাহ আগে হিলির খুচরা বাজারে ৩০-৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। কিন্তু গত কয়েক দিন ধরে বিভিন্ন কারণে হিলির খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০-৬৫ টাকা দরে। বন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, এক দিনের ব্যবধানে গতকাল রোববার বর্তমানে হিলিতে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকা কেজি দরে, যা গত কয়েক দিন ধরে বিক্রি হচ্ছিল ৪৫-৫৫ টাকা কেজি দরে। হিলির পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। এক শ্রেণীর ব্যবসায়ী অধিক মুনাফার উদ্দেশ্যে এমনটা করছেন বলে স্থানীয়দের অভিমত। কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ভূমিকা লক্ষ করা যায়নি।

 


আরো সংবাদ



premium cement