০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


জাজিরায় ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

-

জাজিরায় পালাক্রমে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল দুপুর ১২টায় শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো শরীয়তপুরের জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের মৃত ওবায়দুল বেপারির ছেলে সুজন বেপারী (২৮) ও একই গ্রামের রহমান বেপারীর ছেলে শামীম বেপারী (২৬)।
জাজিরা থানা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ এপ্রিল রাত ১১টায় জাজিরা উপজেলায় কান্দি গ্রামের এক তরুণী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় ওঁৎ পেতে থাকা তিন বখাটে যুবক ওই তরুণীকে মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে যায়। এরপর তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই তরুণীর মা বাদি হয়ে তিনজনকে আসামি করে জাজিরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে জাজিরা থানা পুলিশ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন। মামলার অপর আসামি মোবারক বেপারীর ছেলে সুমন বেপারীর (৩৭) সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।
স্ট্রেট ডিফেন্স আইনজীবী অ্যাডভোকেট বজলুর রশিদ আকন্দ বলেন, আইনসিদ্ধভাবে এ রায় প্রদান করেননি। আসামিরা হাজির হলে আমরা উচ্চ আদালতে আপিল দাখিল করব।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা হজরত আলী বলেন, আসামিরা জামিনে বের হয়ে প্রায় দুই বছর ধরে পলাতক রয়েছে। আসামিদের অনুপস্থিতিতে মামলার দুই আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।


আরো সংবাদ



premium cement
হ্যাটট্রিক হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের নয়া দিগন্তে সংবাদ প্রকাশে বন্ধ হলো সেই বিলের মাটি কাটা বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব বগুড়ায় শজিমেক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৩ স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চান্দিনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আমলা ও পুলিশদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে, অভিযোগ মমতার

সকল