০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ফারাক্কা দিবসের আলোচনা সভা

আন্তর্জাতিক ফোরামে গঙ্গা-পদ্মার পানি সঙ্কটের বিষয় তোলার দাবি

-

রাজশাহীতে আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় বক্তারা গঙ্গার পানি সঙ্কটের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলার দাবি জানিয়েছেন। বক্তারা বলেন, এ যাবত দ্বিপক্ষীয় চুক্তিতে যেহেতু গঙ্গার ন্যায্য হিস্যা বাংলাদেশ বুঝে পাচ্ছে না, সেহেতু এটি বিশ^সংস্থায় উত্থাপনের কোনো বিকল্প দেখা যাচ্ছে না। গতকাল সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ও জাতীয় নদী কমিশনের সদস্য সাজেদুর রহমান। প্রধান আলোচক ছিলেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর সভাপতি অ্যাডভোকেট এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আবদুর রহমান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, ড্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ডা: ওয়াসিম হোসেন, সাবেক এমপি জাহান পান্না, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক মাসুদ পারভেজ রানা, সমাজসেবক সরদার সিরাজুল করিম প্রমুখ।
সভায় উপস্থাপিত প্রবন্ধে গঙ্গার ওপর ভারতের অসংখ্য বাঁধ-ব্যারেজ নির্মাণ করে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত রাখার এবং গঙ্গার ব্যাপক দূষণের বিবরণ তুলে ধরা হয়। এসব বাঁধ-ব্যারাজ অপসারণ করে গঙ্গার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়।

 


আরো সংবাদ



premium cement
ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু সুন্দরবনে আগুন নেভেনি, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক ৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তিন দিন ৩ ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী

সকল