২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কাল সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ

-

আগামীকাল ২১ জানুয়ারি সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে বেলা ১টা ৪৮ মিনিটে বিএসটিতে গ্রহণ শেষ হবে। ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্র্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩।
বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট িি.িনসফ.মড়া.নফ/বপষরঢ়ংব-এ বিস্তারিত বিবরণ দেয়া রয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement