০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে বাঘায় যুবদলকর্মী গ্রেফতার

-

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলায় যুবদলের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্বপন আলী। উপজেলার উত্তর গাঁওপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে।
বাঘা থানার ওসি মহসিন আলী জানান, দীর্ঘ দিন ধরেই ফেসবুকে কটূক্তি করে আসছিল স্বপন। গত বৃহস্পতিবার স্বপন তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট করে। স্থানীয় ছাত্রলীগ নেতাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা পরিষদের সামন থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ফকরুল হাসান বিপ্লব নামে এক ছাত্রলীগ নেতা থানায় মামলা করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল দুপুরে যুবদলকর্মী স্বপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে স্বপনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, স্বপনের ফেসবুক আইডি কে বা কারা হ্যাক করে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করে। বিষয়টি বুঝতে পেরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এক যুবলীগ নেতাকে সাথে নিয়ে থানায় জিডি করতে যায় স্বপন। পরে সেখানে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সাথে স্বপন জড়িত নয় বলে দাবি করেন তারা।

 


আরো সংবাদ



premium cement