৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


উজিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

-

বরিশালের উজিরপুর উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম রবু নামে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের ফুলতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রবিউল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্রোকিরচর গ্রামের বাসিন্দা লালচানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি শিশিরকুমার পাল জানান, উপজেলার ৩ নম্বর জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার ঘটনায় সর্বশেষ গত ৬ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত চার আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে জানায় চেয়ারম্যান নান্টুকে প্রকাশ্যে গুলি করে হত্যাকারী সুটার ছিল নিহত রবিউল ইসলাম। এ তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত ৮টায় অভিযান চালিয়ে রবিউলকে মাদারীপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। ওসি শিশিরকুমার পাল আরো জানান, গ্রেফতারকৃত রবিউলকে থানায় নিয়ে আসার পথে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই নান্টুকে পিস্তল দিয়ে গুলি করেছে বলে স্বীকার করে। এ সময় রবিউল পুলিশকে জানায়, তাদের কাছে নান্টুর হত্যায় ব্যবহৃত আরো অস্ত্র রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে রবিউলকে সাথে নিয়ে গত সোমবার রাত পৌনে ৩টার দিকে ওই অস্ত্র উদ্ধারের অভিযানে উজিরপুরের জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের ফুলতলা এলাকায় যায় পুলিশ। সেখানে পৌঁছলেই দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রবিউল পালানোর চেষ্টা করলে দুইপক্ষের গুলিবিনিময়ে গুলিবিদ্ধ হয়ে রবিউল নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করে।

 


আরো সংবাদ



premium cement
ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির ব্যারিস্টার খোকনের অব্যাহতিপত্র প্রত্যাহার বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫ ‘৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি’ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়ার শিক্ষার্থীদের অস্বীকৃতি দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর, উদ্বেগ ভারতের

সকল