৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


পানির দাবিতে মীর হাজীরবাগ এলাকাবাসীর বিক্ষোভ

পানি সমস্যার সমাধানের দাবিতে রাজধানীর মীর হাজিরবাগে এলাকাবাসীর বিক্ষোভ : নয়া দিগন্ত -

বিশুদ্ধ পানির জন্য গতকাল বিক্ষোভ করেছেন রাজধানীর ৫১ নম্বর ওয়ার্ডের মীর হাজীরবাগ এলাকাবাসী। মিছিলে পানির কলস নিয়ে এলাকার বিপুল নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভ শেষে ঢাকা ওয়াসার যাত্রাবাড়ী আঞ্চলিক অফিসে স্মারকলিপি দেয়া হয়।
বিক্ষোভকালে এলাকাবাসী বলেন, মীর হাজীরবাগের সাবেক কমিশনার মোবারক হোসেনের বাড়ির সামনে স্থাপিত ওয়াসার পানির পাম্প অনেক পুরনো হয়ে গেছে। এ কারণে এলাকায় দিনকে দিন পানির চাহিদা বাড়লেও পানির উৎপাদন বাড়ছে না। বরং পাম্পটি প্রায় অকেজো হয়ে পড়েছে। তারা আরো বলেন, এলাকার পানির সাপ্লাই লাইনগুলো ১২ থেকে ১৪ ফুট নিচে রয়েছে। এ কারণে পানি বাসার লাইনে ঠিকমতো যায় না। সাপ্লাই লাইনগুলো অন্তত ছয় ফুট উঁ০চু করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, এলাকায় দীর্ঘ দিন থেকে পানির সঙ্কট চললেও গত এক মাস ধরে সঙ্কট তীব্রতর হয়েছে। এলাকা এখন প্রায় পানিশূন্য। এতে আমাদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। দোকান থেকে উচ্চমূল্যে পানি কিনে খেতে হচ্ছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।
বিক্ষোভ শেষে মিছিল নিয়ে এলাকাবাসী যাত্রাবাড়ী আঞ্চলিক ওয়াসা অফিসে স্মারকলিপি জমা দেন। এ সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেনÑ মো: নাজিম উদ্দিন, মো: আজিজুর রহমান, সামসুল হক, রশিদ আহমদ ফেরদৌস, রমজান আলী, আশরাফউদ্দিন আরিফ প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল