২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

‘এনটিআরসিএ’ কার্যক্রম এত দুর্বল কেন?

-

প্রযুক্তির সাম্রাজ্যে বাংলাদেশের সব কিছু যখন ওপরে উঠছে, এনটিআরসিএ’র কার্যক্রম তখন দিন দিন যেন চুপসে পড়ছে। মনে হয়, প্রযুক্তির ছোঁয়া লাগেনি এনটিআরসিএ-তে। মানুষ গড়ার কারিগর হলেন শিকসমাজ। তাদের দেখভালের দায়িত্বে নিয়োজিত কর্তৃপ। কিন্তু এনটিআরসিএ কর্তৃপরে কার্যক্রম খুব দুর্বল। প্রযুক্তির যুগে এটা মেনে নিতে কষ্ট হয়। এনটিআরসিএ কর্তৃক শিক নিবন্ধন পরীার একটি সনদ উত্তোলনের জন্য দরখাস্ত দিয়ে। সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস অপো করতে হয়, তবুও সনদ মেলে না। ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম যদি এতটাই ঢিলেঢালা হয়, তাহলে বাংলাদেশ ডিজিটালের ছোঁয়া পেয়েছে বলে মনে করা যায় না। তবে ঘুষ দিলে নাকি সনদ দ্রুত বেরিয়ে আসবে। ঘুষের আখড়ার দেশে এ ছাড়া কোনো কাজ হয় না তার বাস্তব প্রমাণ নিজেই। ঘুষ পেলে নিচের কাগজ উপরে আসে আর ঘুষ না পেলে নিচের কাগজ নিচেই পড়ে থাকেÑ এমন অদ্ভুত দেশে বসবাস করছি আমরা। যা হোক, এনটিআরসিএ কর্তৃপরে কাছে আমার অনুরোধ, মানুষ গড়ার কারিগরদের প্রতি অমানবিক আচরণ করবেন না। তাদের হয়রানি থেকে রা করে প্রতিষ্ঠানকে কলঙ্কমুক্ত রাখুন।
মো: আজিনুর রহমান লিমন
আছানধনী মিয়া পাড়া, উপজেলা ডিমলা, নীলফামারী

 


আরো সংবাদ



premium cement