০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


নাটোরে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ : যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

-

নাটোরের লালপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সমর্থকরা প্রতিপক্ষ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলামকে আজ বুধবার সকালে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নাটোর-১ নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, নাটোর-১ নির্বাচনী আসনের মনোনয়নবঞ্চিত বর্তমান এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সমর্থক নর্থবেঙ্গল সুগার মিলের কর্মচারী মঞ্জুর রহমান মঞ্জু ও অপর মনোনয়ন প্রত্যাশী এমপির নিজের ভাতিজা সাগর আহমেদের অনুসারী লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। মনোনয়ন জমার শেষ দিন বুধবার সকালে হঠাৎ দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এমপি সমর্থক মঞ্জু ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিল মাসুদ রানাসহ তাদের সহযোগীরা জাহারুল ইসলামকে ধাওয়া করে নর্থবেঙ্গল সুগার মিলের গেটের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহত জাহারুল ইসলাম লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের সিরাজী নিশিপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর স্থানীয়রা নিহতকে লালপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগ থেকে জানানো হয় জাহারুল অনেক আগেই মারা গেছে।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল দুপুর দুইটার দিকে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকারীদের ধরতে সহকারী পুলিশ সুপারের (বড়াইগ্রাম সার্কেল) সাথে অভিযান শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত গাছ কাটা ও লাগানো বিষয়ে নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ দিলো পুতিন আমলাদের সন্তানের জন‌্য আলাদা বিশ্ববিদ‌্যালয়ের চিন্তা সরকারের নেই চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বাসচালকের মৃত্যু প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস জামালপুরে ট্রাক উল্টে চালক নিহত ভালুকায় রাইদা কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ কক্সবাজারের পাহাড়ি ছরায় গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সকল