২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


কোর্টহাজতে আসামিদের গ্রুপ সেলফি ভাইরাল

রিফাত হত্যা
বরগুনায় রিফাত হত্যা মামলার আসামিদের সেলফি : নয়া দিগন্ত -

বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় কারাগারে থাকা পাঁচ আসামির কয়েকজন বরগুনা আদালতের হাজতে একটি সেলফি তুলেছেন। এ ছবি মোবাইলে ছড়িয়ে পড়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। ধারণা করা হচ্ছে, আসামিদের আদালতের কাঠগড়ায় তোলার আগে আদালতহাজতে অবস্থানকালে তারা এ ছবিটি তুলেছেন। তবে আদালতের দায়িত্বরত কোর্ট পুলিশ এই ছবিটির বিষয়টি অস্বীকার করেছে।
আসামিদের পরিবারের একটি সূত্র জানায়, ছবিটি সম্প্রতি তোলা। তবে নির্দিষ্ট তারিখের কথা জানাতে পারেননি তিনি। মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আসামিদের আদালতে হাজিরার আগে হাজতে অপেক্ষমাণ রাখা হয়। এ ছবিটিতে দেখা যাচ্ছে, আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত বাম হাতে সেলফি নিচ্ছেন, এরপর রাফিউল ইসলাম রাব্বি, মধ্যখানে প্রধান আসামি রিফাত ফরাজী এবং তার ডানে হাসান ও টিকটক হৃদয়। এ ছবিতে লোহার শিকের দরজার সাথে লাগোয়া এক ব্যক্তি বাইরে অপরজনের সাথে কথা বলছেন।
বরগুনা জেল সুপার আনোয়ার হোসেন জানান, এটি বরগুনা কারাগারে তোলা নয়, আদালতের হাজতে অবস্থানকালে তোলা হতে পারে। তিনি আরো জানান, কারাগারে ঢোকানোর সময় এবং বাইরে বের করার সময় প্রত্যেক আসামিকে একাধিকবার তল্লাশি করা হয়। কারাগারের বিধি লঙ্ঘন করবে এমন কার্যকলাপের সুযোগ আসামিদের নেই।
এ বিষয়ে বরগুনা আদালত পুলিশের পরিদর্শক মো: বাবুল বলেন, আদালতের হাজতে এ রকম সুযোগ নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন, ছবিটি কখন, কিভাবে আসামিরা তুলেছেন; নাকি বাইরের কেউ গোপনে তুলেছেন।
এ হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে আদালতে দু’টি চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে একটি চার্জশিট এবং ১৪ কিশোর আসামির বিরুদ্ধে আরেকটি চার্জশিট দেয়া হয়।
ছবিতে যাদের দেখা যাচ্ছে, তারা সবাই প্রাপ্তবয়স্ক আসামি। প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে শুধু আয়শা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement