২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


সাভারসহ বিভিন্ন স্থানে নিহত ৬

-

সাভারে চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলের মধুপুর ও নাটোরের লালপুরে দুর্ঘটনায় আরো দু’জন নিহত হন।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, গেণ্ডা, বলিয়ারপুর ও কলমা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সাভারের বলিয়ারপুরে গাড়িচাপায় নিহত হন মো: জীবন ইসলাম (২৫)। তিনি রাজশাহী জেলার বোয়ালী থানার সিরল গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। কলমা উত্তরপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন বাদল ভূঁইয়া (২৭)। আমিনবাজার এলাকায় ট্রাকের হেলপার আতোয়ার রহমান (৪৫) নিহত হন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ থানার সুদিদামপাড়া গ্রামের অলিউর রহমানের ছেলে। এ ছাড়াও সাভারের গেণ্ডায় লাব্বাইক পরিবহনের হেলপার শাহীন ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হন। সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, নিহতদের লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে ট্রাকচাপায় আব্দুল হামিদ মিয়া (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার চাড়ালজানীর মদিনা ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক হামিদ মধুপুর উপজেলার আকাশী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, মধুপুর থেকে ময়মনসিংহের দিকে ভ্যানটি যাচ্ছিল। তখন পেছন থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই হামিদ মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল হামিদের লাশ উদ্ধার করে।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে ডিম ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ড্রাইভার নিহত ও অপর একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল লালপুর-বাঘা মহাসড়কে রহিমপুর এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলু (৩২) ও হেলপার সাহীন আলম (২২) আহত হন। তাদের উদ্ধার করে লালপুর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক নিলুকে মৃত ঘোষণা করেন। সাহীন আলম চিকিৎসাধীন রয়েছেন। নিলু রাজশাহীর খড়খড়িয়া এলাকায় শাহিন আলমের ছেলে এবং আহত হেলপার রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের ইয়াদ আলির ছেলে।


আরো সংবাদ



premium cement