০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


অনেক স্মৃতির আধার পরিবিবির মাজার অনন্য স্থাপত্য

-

পরিবিবির মাজার ঢাকার লালবাগে অবস্থিত লালবাগ কেল্লার অবশিষ্ট তিনটি স্থাপনার অন্যতম। এখানে পরিবিবির দাফন হয়েছে। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন।
পরিবিবি (অন্য নাম ইরান দুখত রাহমাত বানু) ছিলেন বাংলার মুঘল শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে ১৬৬৮ সালের ৩ মে তার বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়।
পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে। স্থাপনাটির ছাদ পাথরের তৈরি এবং চারকোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। গম্বুজটির ওপরে পিতলের আচ্ছাদন দেয়া আছে। স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত।


আরো সংবাদ



premium cement