২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ঝড়োবাতাসে দৌলতদিয়া পাটুরিয়া রুটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

-

ঝড়োবাতাসে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুক্রবার দিনগত রাতে দুই দফায় প্রায় দেড় ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় নদী পার হতে আসা শত শত যানবাহন ঘাট এলাকায় আটকা পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঝড়োবাতাস শুরু হয়। এতে নদী উত্তাল হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে কর্তৃপক্ষের সিদ্ধান্তে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে রাত ৯টার দিকে বাতাসের তীব্রতা কিছুটা কমে এলে ফেরি চলাচল শুরু হয়। এরপর রাত আড়াইটার দিকে ফের ঝড়োবাতাসের সৃষ্টি হয়। এ সময় আবারো ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা বন্ধ থাকার পর ভোররাত সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল অনেকটা স্বাভাবিক হয়।
দৌলতদিয়াঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো: সফিকুল ইসলাম জানান, ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যেসব যানবাহন সিরিয়ালে আটকা পড়েছিল তা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর পারাপার করা হয়েছে। ওই রুটে মোট ১৭টি ফেরির মধ্যে ১৪টি ফেরি যানবাহন পারাপার করছে। অপর তিনটি ফেরিতে বিভিন্ন সমস্যার কারণে মেরামত কাজ করা হচ্ছে। তবে ওই ফেরি তিনটিও সন্ধ্যা নাগাদ যানবাহন পারাপার শুরু করবে।

 


আরো সংবাদ



premium cement