০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


চিঠির দাম সোয়া ২ কোটি টাকা!

-

উনিশ শতকের ফরাসি কবি শার্ল বোদলেয়ারের একটি চিঠি সম্প্রতি নিলামে দুই লাখ ৩৪ হাজার ইউরোতে বিক্রি হয়েছে। বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই কোটি ২৫ লাখ টাকা।
বোদলেয়ার ওই চিঠিতে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। ৩০ জুন ১৮৪৫ সালে প্রেমিকা জেন দুভালকে উদ্দেশ করে চিঠিটি লেখেন তিনি। ওই একই দিন বোদলেয়ার আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু বেঁচে যান তিনি।
ফরাসি নিলাম ওয়েবসাইট ওসেনাট জানায়, একজন ক্রেতা প্রত্যাশিত দামের চেয়ে তিনগুণ মূল্যে চিঠিটি কিনে নেন।
চিঠিটি বোদলেয়ার তার প্রেমিকাকে উদ্দেশ করে লেখেন, ‘এ চিঠি যখন হাতে পাবে ততক্ষণে আমি মরে যাবো।’ চিঠিতে তিনি আরো বলেন, ‘ঘুমিয়ে পড়া আর জেগে ওঠার বোঝা অসহ্য লাগছে তাই আত্মহত্যা করছি।’
ওই সময় বোদলেয়ার উত্তরাধিকার সূত্রে পাওয়া তার সব সম্পত্তি উড়িয়ে দিয়ে অর্থ কষ্টে ছিলেন। নিজের বুকে ছুরি চালিয়েও কোনো গুরুতর জখম ছাড়াই বেঁচে যান তিনি। এরপর আরো ২২ বছর বেঁচে ছিলেন তিনি। এ সময়ের মধ্যেই তিনি লেখেন লা ফ্লোর দ্যু মাল (বাংলায় ক্লেদজ কুসুম)। এ বইয়ের জন্য অমর হয়ে আছেন আধুনিক সাহিত্যের জনক হিসেবে স্বীকৃত বোদলেয়ার। ১৮৬৭ সালে তিনি মারা যান। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
জ্বলছে সুন্দরবন, রাতে ছড়িয়ে পড়তে পারে আরো কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে সুন্দরবনের আগুন রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক ৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তিন দিন ৩ ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪

সকল