২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
২১ আগস্ট বোমা হামলা রায়ের প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

-

একুশে আগস্ট বোমা হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্য নেতাদের বিরুদ্ধে ‘ফরমায়েশি’ রায়ের প্রতিবাদে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কয়েকটি স্থানে মিছির ও সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। মিছিলটি রাজধানীর মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও খিদমা হাসপাতালে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন সংগঠনের নেতা সাদরেজ্জামান, এস এম জিলানী, নজরুল ইসলাম, রফিক হাওলাদার, আনু মো: শামীম আজাদ, ফরিদউদ্দিন, আবুল কালাম আজাদ, মোফাজ্জেল হোসেন নিটল, মহিউদ্দিন লোবান, ফরহাদ উদ্দিন, এমজি মাসুম রাসেল, অমিত হাসান হাফিজ, মাহমুদুল বারী, সরদার মো: নূরুজ্জামান প্রমুখ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বর্তমান সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফরমায়েশি রায়ের মাধ্যমে তারেক রহমানসহ বিএনপির অন্য নেতাদের সাজা দেয়ার উদ্দেশ্যই হলো-বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করে আবারো প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করা। কিন্তু বর্তমান অবৈধ সরকারের এই মনোবাঞ্ছা কোনোদিনই পূরণ হতে দেবে না এ দেশের জনগণ। বিক্ষোভ মিছিল থেকে স্বেচ্ছাসেবক দল রমনা থানা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন তালুকদারকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন জুয়েল।
এ দিকে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের আরো একটি বিক্ষোভ মিছিল হয়। ফখরুল ইসলাম রবিন ও গাজী রেজওয়ান হোসেন রিয়াজ এতে নেতৃত্ব দেন। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে টাউন হলে গিয়ে শেষ হয় মিছিল। এ সময় সাইদুল রহমান সাঈদ, আজিজুর রহমান মুসাব্বিরসহ অনেকেই অংশ নেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশব্যাপী মহানগর ও জেলা সদরেও সংগঠনের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বক্তারা বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিয়েছে। এই রায়ে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। সরকার আদালতকে ব্যবহার করে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করেছে। যেমনটি বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে।
গতকাল সকালে নগরীর ওয়াসার মোড় থেকে মিছিল সহকারে ইস্পাহানি লালখান বাজার মোড় হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে এসে সমাবেশে বক্তারা এ কথা বলেন। এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহসভাপতি আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ প্রমুখ নেতৃবৃন্দ।
এ দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে এক বিক্ষোভ মিছিল নগরীর কর্ণফুলী ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেনÑ অ্যাডভোকেট মহিউদ্দিন সিকদার, মো: ফৌজুল কবির ফজলু, আবদুস সবুর, শফিউল করিম শফি, সালাউদ্দিন সুমন, সাইফুল ইসলাম খোকন, এস এম ফারুক, হারুনুর রশিদ, আবদুল কাদের, নাঈমুদ্দিন চৌধুরী, তৈয়ব চৌধুরী, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন মিন্টু, জাকের হোসেন, আফসার উদ্দিন সোহেল, আবদুস সালাম রানা, মুসলিম মিয়া, মোনায়েম খান, শাকিল মাহমুদ চৌধুরী, জয়নাল আবেদীন, আবদুল করিম, আবদুর রহিম, আবদুস সাত্তার, মীর হোসেন, আবদুল আজিজ, মাসুদ চৌধুরী জমির উদ্দিন আজাদ, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান, সোয়েব বিন ফেরদৌস, নাছির উদ্দিন, নাছির উদ্দিন, শহীদুল ইসলাম, মনির আহমদ, মোরশেদুল আলম, নুরুল আবছার, মো: ফরিদ, আবুল হাশেম মিয়া, সাইফুদ্দিন পুতুল, মো: রুবেল, নছরুল্লাহ ইয়াছিন, সৈয়দ মো: জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান, ইদ্রিস মানিক, জাহাঙ্গীর, নাছির, লিয়াকত আলী, খোরশেদ আলম, সাহাব উদ্দিন, আলমগীর বাবু, জীবন, মোরশেদ, আপেল, তারেকুল ইসলাম, শাহ নেওয়াজ মন্টু, মো: আরাফাত, আবু তৈয়ব, সৈয়দ নবী, গাজী হাসান, আবু বক্কর রায়হান, সাগর, আবু তৈয়ব মাহির, নেজাম উদ্দিন, জিয়াউদ্দিন শামীম, মফিজুর রহমান মিনু, মো: বেলাল, মো: জাবের, মো: রাসেল, মো: ইলিয়াছ, আবু তৈয়ব, মো: ইলিয়াছ, বিবলু, জিয়া, সুমন প্রমুখ।
বরিশাল ব্যুরো জানায়, বরিশালে পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল।
সদ্য কারামুক্ত জেলা সভাপতি এ কে এম আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী প্রমুখ।
অপর দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুর রহমান পিন্টুর সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি জাহিদুল ইসলাম সমীর, যুগ্ম সম্পাদক খান মো: আনোয়ার, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান, মতিউর রহমান মিঠু, জাহিদুল ইসলাম আনোয়ার, মো: নুন্না, তারেক, মিল্টন, খোকন ও বাবু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গত শনিবার দুপুরে মালোপাড়াস্থ মহানগর বিএনপি কার্যালয়ের সামনে রাস্তায় মহানগর স্বেচ্ছাসেবক দল এবং নগরীর কোর্ট স্টেশন সংলগ্ন এলাকায় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন প্রমুখ বক্তব্য দেন। আর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি নুসরাত এলাহী রিজভী। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির জেলা সহসভাপতি জাহিদুল ইসলাম মুন্না, সাখাওয়াত হোসেন সোহেল, মহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক রাশেদুল হক রাশু ও সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম।
টঙ্গী সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবকদল গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করে। গতকাল সকালে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিএস আরিফ হোসেন হাওলাদার এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন, বাপ্পী দে, সিরাজুল ইসলাম, মুশফিকুর রহমান নজরুল, মনির হোসেন, লুৎফর রহমান, আমির হোসেন, ইউসুফ হোসেন, আব্দুর কাদির, আবুল হাসেম, আনোয়ার, টিপু, সবুজ, রবি, মানিক, রাশেদ প্রমুখ। অপর দিকে স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবুর রহমান আজাদের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় চেরাগ আলী মার্কেট থেকে শুরু হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন, সোহেল সিদ্দিকী, কামাল হোসেন, বাবু শিকদার, আবু সাঈদ, নাজমুল হোসেন, আব্দুল মোতালীব, সিদ্দিকুর রহমান, মো: রাজীব, মো: হৃদয়, মো: সাকিব, মেহেদী হাসান, আবির হোসেন, মো: আবু হানিফ, বাদশা মিয়া, মো: রোমন, মো: মহিন, আবুল কালাম, মাহফুজুর রহমান, আয়নাল হোসেন, ইব্রাহিম, নাদিম, মোশাররফ হোসেন, কবীর হোসেন, ইদ্রিস মিয়া, মো: বাবুল, আব্দুল কুদ্দুস প্রমুখ। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাছিবুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক নূরে আলমের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
খাগড়াছড়ি সংবাদদাতা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শহরের মিল্লাত চত্বর থেকে মিছিল নিয়ে বের হলে গণপূর্ত অধিদফতরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। পরে তারা সেখানে সমাবেশ করে।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের মো: সাগর নোমান ও যুগ্ম সম্পাদক প্রশান্ত ত্রিপুরা প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ন রোডের কালীবাড়ি মোড় থেকে শুরু হয়ে জেলা ঈদগাহ মাঠ পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে সাজানো রায় বাতিল এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেলোয়ার হোসেন দিলীপের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা প্রমুখ।
জামালপুর সংবাদদাতা জানান, পুলিশি বাধার কারণে জামালপুরে গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি জেলা স্বেচ্ছাসেবক দল। একপর্যায়ে সমাবেশস্থলে উপস্থিত বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এর আগে শহরের ফুলবাড়িয়া পুরনো ঈদগাহ মাঠের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম, সিনিয়র সহসভাপতি নুরুল মোমেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক প্রমুখ।
মাদারীপুর সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবদলের উদ্যোগে শহরের পুরান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট মো: মাসুদ পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আরিফ সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, শিবচর স্বেচ্ছাসেবক দলের জামাল, শহীদ মুন্সী, জেলা ছাত্রদলের সভাপতি শাহিন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সহসভাপতি রুবেল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির আহমেদসহ নেতৃবৃন্দ।
রংপুর অফিস জানায়, রংপুরে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে প্রধান সড়কে উঠতে চাইলে তা আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাগি¦তণ্ডা হয়। পরে সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন-নবী খান বিপ্লব, সেক্রেটারি মকছুদুল আরেফিন রুবেল, শহিদুল ইসলাম লিটন প্রমুখ। তারা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
সিলেট ব্যুরো জানায়, সিলেট নগরীতে গতকাল স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সম্মিলিত বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়। আটক মওদুদুল হক মওদুদ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তাকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া।
জানা যায়, নগরীর বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে সিলেট স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। মিছিলটি বন্দরবাজারের মধুবন মার্কেট এলাকায় এসে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামাদুর রহমান অপুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া জানান, অনুমতি ছাড়া বের করা এ মিছিল থেকে নাশকতার শঙ্কায় বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ালে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
বগুড়া অফিস জানায়, বগুড়া জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, এ সরকার হটাতে জনগণের ঐক্য হয়ে গেছে। এতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাই ঐক্য নিয়ে আবোল-তাবোল বলা হচ্ছে। তিনি বলেন, এখন শুধু বাকি আন্দোলনের ঘোষণা। যেদিন ঘোষণা আসবে সেদিনই রাস্তায় নামবো। যত বাধাই আসুক,সবকিছু ভেঙে চুরমার করে সামনে এগিয়ে যাবো। সরকারকে বিদায় করেই ঘরে ফিরবো। স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের নবাব বাড়ি রোডে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত বিরাট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ মেহেদী হাসান হিমর সভাপতিত্বে ও শহর সভাপতি মাহবুব হাসান লেমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, বিএনপি নেতা আলীমুর রাজি তরুণ, আব্দুল গফুর দ্বারা, শফিকুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ, রাকিবুল ইসলাম শুভ, সাইমুম ইসলাম, জহুরুল ইসলাম পলাশ, আবু নূর ওয়ালিদ, ছাত্রনেতা আবু জাফর জেমস, আব্দুল আউয়াল প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিপুল নেতাকর্মী অংশ নেন। মিছিলটি কিছু দূর এগিয়ে গেলে পুলিশ তারকাঁটার বেরিকেড দিয়ে আটকে দেয়।
গাইবান্ধা সংবাদদাতা জানান, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আবুবকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সিনিয়র সহসভাপতি খন্দকার আহাদ আহম্মেদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মোকছেদ চৌধুরী, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিউক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভ্ট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব শফিকুল ইসলাম রুবেল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, মাহামুদুন্নবী রিটু, জাকারিয়া আলম জিম, আহমেদ সেকেতুর রব অনিক, মো: রুহুল আমিন, এ কে এম শাহারুল ইসলাম সুমন, সোয়েব হক্কানী, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রিপন মিয়া, গোলাম আজম, নয়ন মিয়া, মাহমুদুর রহমান রতন, আল আমিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement