২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সামরিক প্যারেডে কুকুরছানা!

-

চিলির বার্ষিক সামরিক প্যারেডের দিন ছিল বুধবার। তবে প্যারেড নয় এই দিনের আকর্ষণের কেন্দ্রে ছিল চারটি কুকুরছানা। গোল্ডেন রিট্রিভার প্রজাতির নবজাতক এই কুকুরছানাগুলো ভবিষ্যতে পুলিশ কুকুর হিসেবেই যোগ দেবে।
চিলির ২০৮তম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য এই কুকুর সামরিক প্যারেডে অংশ নেয়। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে এই কুকুরছানার ছবি। পোস্ট হওয়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট এই কুকুরছানাগুলো প্যারেডের সময় পুলিশ প্রশিক্ষকদের কোলে নিওন সবুজ প্যাঁচগুলোর মধ্য থেকে উঁকি দিচ্ছে।
কুকুরছানার এই দলটির আগেই ছিল প্রাপ্তবয়স্ক গোল্ডেন রিট্রিভার ও ল্যাব্রাডর প্রজাতির কুকুরের একটি সারি, তাদের সঙ্গে ছিল উর্দি পরিহিত সেনারাও। কুকুরের প্রত্যেকের পায়েই ছিল ছোট্ট বুট।
এই কুকুর দেশের জাতীয় পুলিশ বাহিনী কারাবাইনিয়ারোস দে চিলির ক্যানাইন ইউনিটের সদস্য।
অনলাইনে শেয়ার করা এই ভিডিওটি ৯ হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে। রয়েছে হাজার হাজার মন্তব্য ও প্রশংসা। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement