২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

-

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের কিশোরগঞ্জে ৫ বছরের এক শিশু এবং চট্টগ্রামের মিরসরাইয়ে এক নারী রয়েছেন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের হাফেজ মো: হানিফের ছেলে সিএনজি চালক সবুজ মিয়া(২২)। অপরজনের পরিচয় জানা যায়নি। গতকাল সকালে গুণবতী ব্র্যাক অফিস ও মহাসড়কের টাইমস্ স্কয়ার এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এএসআই রেজাউল করিম।
জানা গেছে, সকালে সিএনজি অটোরিকশায় গ্যাস ভর্তি করতে সবুজ অটোরিকশা নিয়ে মহাসড়কের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে গেলে ঘটনাস্থলে সবুজ নিহত হন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টাইমস স্কয়ার এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হন।
ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ^রগঞ্জে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামের শফিকুল ইসলামের ৫ বছরের শিশুকন্যা সানিয়া আক্তার ইসলামিক ফাউন্ডেশনের পস্তারী হাফিজিয়া মাদরাসার প্রাক প্রাথমিক কেন্দ্রে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় একটি অটোবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা জানান, শিশুটির লাশ থানায় আনা এবং অটোবাইকটি আটক করা হয়েছে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মায়া রানী নাথ (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের মলিয়াইশের গজারিয়া এলাকার হরি নাথের স্ত্রী। গত মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় মিরসরাই পৌরসদরে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিরসরাই সদরের ফুটওভারব্রিজ দিয়ে পার না হয়ে ওই নারী মহাসড়কের ডাইভারশনের সরু পথ দিয়ে পার হওয়ার সময় চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো উ ১৪-২১৯২) ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এই ঘটনায় কাভার্ডভ্যান চালক নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার ইসমাঈল হোসেনকে ভ্যানসহ আটক করে মিরসরাই থানা পুলিশ।
থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পপি আক্তার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় তৌফিক আহমেদ তুষার (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক উপজেলা রূপসী বাঘবাড়ি এলাকার আব্দুল হাই ভুইয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে আসার সময় রূপসী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক তৌফিক আহমেদ তুষার গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকায় গতকাল দুপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাচালক শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। নিহত শফিকুল নরসিংদীর মাধবদী ছোট বুনাইদ গ্রামের শাহআলমের ছেলে।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার পাইকগাছায় মোটরসাইকেল চাপায় মকবুল হোসেন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ মোটরসাইকেল চালক সালাম বাজকে (২৫) আটক করেছে। থানা পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার বান্দিকাটী গ্রামের মকবুল হোসেন সরল বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সালাম বাজের দ্রুতগামী মোটরসাইকেল মকবুলকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে খুলনায় প্রেরণ করে। খুলনায় নেয়ার পথে মকবুলের মৃত্যু হয়।

 


আরো সংবাদ



premium cement