০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ইবিতে অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার

ইবিতে অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার - ছবি: নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদের সভাপতিত্বে সেমিনারে ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, সেমিনার আহ্বায়ক প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল বারকাত বলেন, ‘বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে আগামী ২০৩০ সালের মধ্য বিশ্বের শক্তিশালী ২০টি দেশের একটিতে পরিণত হবে। আমরা চাইনা বাংলাদেশ আমেরিকা হোক। আমরা চাই বাংলাদেশ বসবাসযোগ্য বাংলাদেশ হোক। বর্তমানে ৪র্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে হবে।’


আরো সংবাদ



premium cement