২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলছেন না মেসি

মেসি। - সংগৃহীত

আগামী মাসে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে খেলতে পারছেন না লিওনেল মেসি। আর্জেন্টিনার অন্তর্বর্তকালীন কোচ লিওনেল স্কালোনি এই তথ্য নিশ্চিত করেছেন। একইসাথে স্কালোনি আরো ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক ম্যাচে মেসির অনুপস্থিতি আরো বাড়তে পারে।

চলতি মাসের শুরুতে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে দলে ছিলেন না ৩১ বছর বয়সী মেসি। আগামী ১১ অক্টোবর সৌদি আরবের মাটিতে ইরাক ও পাঁচ দিন পর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতেও খেলতে পারছেন না মেসি। এ সম্পর্কে স্কালোনি ফক্স স্পোর্টসকে বলেছেন, ‘আমি নিজে তার সাথে কথা বলে বুঝতে পেরেছি এই মুহূর্তে তার না আসাই ভাল। সে কারণেই জাতীয় দল থেকে আপাতত সে বাইরে রয়েছে। আমরা এখন একটি ভিন্ন পর্যায়ে রয়েছি। দেখা যাক কি হয়।’

রাশিয়া বিশ্বকাপই ছিল আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপে শেষ ১৬’তে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।

ক্যারিয়ারে ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে মেসি ৬৫ গোল করেছেন। ২০১৬ সালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেয়ার পরেও সমর্থকদের অনুরোধে আবারো ফিরে আসেন সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকার।

 

আরো পড়ুন: সালাহ-রোনালদোকে হারিয়ে ফিফার বর্ষসেরা মদ্রিচ
নয়া দিগন্ত অনলাইন,২৫ সেপ্টেম্বর ২০১৮

ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লুকা মদ্রিচ। টানা দুবারের বিজয়ী রোনালদো ও লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমে আলো ছড়ানো মোহাম্মদ সালাহকে হারিয়ে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন ক্রোয়াট এই মিডফিল্ডার।

সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ বছরের সেরা ফুটবলার হিসেবে মদ্রিচের নাম ঘোষণা করা হয়।

আর এর মধ্য দিয়ে ১০ বছর পর লিওনেল মেসি ও রোনালদোর বাইরে অন্য কেউ বর্ষসেরার কোনো পুরস্কার জিতল। গত এক দশকে ফিফার বর্ষসেরা অথবা ব্যালন ডি’অর জেতেন রোনালদো অথবা মেসি।

গত মাসের শেষ দিকে রোনালদো ও সালাহকে হারিয়েই উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন মদ্রিচ। এরপর তার ফুটবলের সর্বোচ্চ সংস্থার বর্ষসেরা খেলোয়াড় হওয়াটা অনেকটা প্রত্যাশিতই ছিল।

ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে রিয়ালের টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদ্রিচের। মাদ্রিদের ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জিতেন তিনি।

আর রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন মদ্রিচ। টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলেন তিনি, দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১টি। জিতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।

জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কার শুরুতে আলাদাভাবে দেওয়া হতো। পরে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছয় বছর দুটি পুরস্কার একীভূত হয়। তবে ২০১৬ সাল থেকে আবার আলাদাভাবে দেওয়া হচ্ছে পুরস্কার দুটি।

 

আরো পড়ুন: ফিফার বর্ষসেরা গোলদাতা মোহাম্মদ সালাহ 

প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষ তিনে স্থান পেয়েছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ফিফার বর্ষসেরা ফুটবলারের সেরা তিনে এ বছর ছিলেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো সেই তালিকায় থাকলেও অনুষ্ঠানে আসেননি। ফলে সম্ভাব্য বিজয়ী যে লুকা মদ্রিচ কিংবা মোহাম্মদ সালাহর মধ্যে একজন হচ্ছেন সেটাও প্রায় নিশ্চিত হওয়া গিয়েছিল। সোমবার লন্ডনে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে সেটাই হল। সালাহকে পেছনে ফেলে ২০১৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন লুকা মদ্রিচ। 

অন্যদিকে ২০১৮ সালের বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন মিশরের ফুটবল বিস্ময় মোহাম্মদ সালাহ।

সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরা গোলের জন্য এভারটনের বিপক্ষে করা গোলটির জন্য সালাহর নাম ঘোষণা করা হয়।

গত ডিসেম্বরে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে ডি-বক্সের ডান দিকে বল পেয়ে দুজনকে কাটিয়ে বাঁ পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেছিলেন মিশরের এই ফুটবলার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।


আরো সংবাদ



premium cement