২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নাটকীয় জয়ে বিশ্বকাপে টিকে রইল জার্মানি

নাটকীয় জয়ে বিশ্বকাপে টিকে রইল জার্মানি - ছবি : সংগ্রহ

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় দেয়া হয়েছে পাঁচ মিনিট। সাড়ে চার মিনিট শেষ হয়েছে। বামপ্রান্তে সুইডিশ ডি-বক্সের ফুট দুয়েক বাইরে ফ্রি-কিক পেল জার্মানি। ১-১ গোলে সমতা চলছে। শেষ কিক। যে কোন মূহুর্তে বাজবে শেষ বাশি। নিজেদের বিশ্বকাপ স্বপ্নে মৃত্যু দেখে ফেলছেন অনেক জার্মান সমর্থক।

কিক নিতে এগিয়ে এলেন দুই জার্মান ফরোয়ার্ড। টনি ক্রুস ও মার্কো রয়েস। প্রথমে ক্রুস আলতো ছুয়ে দিলেন বল। রয়েস পা দিয়ে থামালেন, সাথে সাথে ছুটে গিয়ে পোস্টে কিক নিলেন ক্রস। বাঁকা হয়ে বল ঢুকে গেল সুইডেনের পোস্টে। গোল......।

এরই সাথে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো গতবারের চ্যাম্পিয়নদের। এই ম্যাচ ড্রহলে তাদের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলে যেত। কিন্তু শেষ পর্যন্ত জার্মানি জয় করতে পেরেছে এই চ্যালেঞ্জ

বিস্তারিত আসছে.....

পড়ুন : প্রথমার্ধের রিপোর্ট

প্রথমার্ধে গোল খেয়ে বিপদে জার্মানি

‘ডু অর ডাই’ ম্যাচে সুইডেনের বিপক্ষে উল্টো প্রথমার্ধে এক গোল হজম করেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম ম্যাচ মেক্সিকোর সাথে হারার পর এই ম্যাচ হারলে তারা বিদায় নেবে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে প্রথমার্ধের ৩২ মিনিটে গোল হজম করেছে জার্মানরা। প্রথম ম্যাচে জয় পাওয়া সুইডেন তাই এই ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকে অনেকটা নির্ভার হয়েছে বিরতিতে গেছে।
ম্যাচে বল দখলে শুরু থেকেই এগিয়ে ছিলো জার্মানি, আক্রমণও করেছে তারা বেশি। যদি খুব একটা বিপদ সৃষ্টি করতে পারেনি সুইডিশ গোলপোস্টের সামনে। উল্টো আক্রমন কম করলেও জার্মানির গোলপোস্টে বেশ কয়েকটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে সুইডেন।
৩২ মিনিটে গোল করেন সুইডিশ ফরোয়ার্ড অলা তইভোনেন। মাঝ মাঠ থেকে বলের দখল নিয়ে ডান প্রান্ত দিয়ে আচমকা আক্রমণে যায় সুইডিশরা। ডানপ্রান্তের কর্নার ফ্ল্যাগের কাছ থেকে বক্সের মধ্যে ক্রসে বল ফেলেন ভিক্টর ক্ল্যাসন। দুই পাশে থাকা দুই ডিফেন্ডারকে এড়িয়ে বুক দিয়ে বল থামান তইভোনেন। বল উচুতে উঠে এগিয়ে যায় গোল পোস্টের দিকে। গোলরক্ষক ম্যানুয়েল নয়ার বল ধরতে এগিয়ে আসতেই উড়ন্ত বলে ভলি করে জালে জড়ান।
গোল খেয়ে আক্রমণের ধার বেড়ে যায় জার্মানির। ৩৯ মিনিটে দুর্ভাগ্য ফিরিয়ে দেয় তাদের। বামপ্রান্তে ২৫ মিটার দূর থেকে গুনদোয়ানের বুলেট গতির শট গোলকিপারের বাহুতে লেগে ফিরে যায়। এরপর থমাস মুলার ও এক সুইডিশ ডিফেন্ডারের লড়াইয়ে ডিফেন্ডারের পায়ে লেগে গোলকিপারের হাতে নিচ দিয়ে বল গড়িয়ে চলে যায় সাইবার ঘেঁষে।
৪৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে আরেকট গোল প্রায় করেই বসেছিলো সুইডেন। বক্সের মধ্যে বল নিয়ে ঢুকেও শট নিতে পারেননি ভিক্টর ক্ল্যাসন। অতিরিক্ত সময়ে (৪৫+২) আবার গোলের সুযোগ পায় ‍সুইডেন। লাসনের ফ্রি-কিক থেকে বার্গের হেড কোন মতে ফিরিয়ে রক্ষা করেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। এবার অন্তত ভাগ্য ছাড়া আর কেউ রক্ষা করেনি জার্মানিকে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে দেয় জার্মানি।


আরো সংবাদ



premium cement