০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


শেষ পর্যন্ত পেছাল ডিসিসি নির্বাচন নতুন তারিখ ১ ফেব্রæয়ারি

-

অবশেষে সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে পেছাতে হলো ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন। সেই সাথে পেছাতে হলো পূর্ব নির্ধারিত এসএসসি পরীÿা শুরুর দিনও। ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিন হওয়াতে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১ ফেব্রæয়ারি ভোট গ্রহণের দিন পুনঃনির্ধারণ করেছে। গতকাল কমিশনের জরুরি সভা শেষে আনুষ্ঠানিক এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
গতকাল বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে অনির্ধারিত বৈঠকে বসেন ইসি। দীর্ঘ সময়ের বৈঠকে ভোট দিন পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সিইসি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
সিইসি কে এম নূরুল হুদা বলেন, ৩০ জানুয়ারি নির্বাচনের জন্য ঘোষিত তারিখে সরস্বতী পূঁজা পড়ে যাওয়ায় কারো ধর্মানুভূতিতে যাতে আঘাত না লাগে সে কারণে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আমরা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করি তখন সরস্বতী পূজার তারিখ ২৯ জানুয়ারি উলেøখ ছিল। সে কারণে তারিখ নিয়ে সমস্যা দেখা দেয়। সিইসি বলেন, আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে এসএসসি পরীক্ষা পেছানোর কথা বলেছিলাম, তিনি রাজি হয়েছেন। ১ ফেব্রæয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেটা পরিবর্তন করে ৩ ফেব্রæয়ারি করা হয়েছে।
বৈঠকের আগে সিইসি কে এম নুরুল হুদা বলেন, পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচন পেছাবে। সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট বিভাগ খারিজ করে দিয়েছেন। আপিল বিভাগে শুনানি রয়েছে রোববার।
উলেøখ্য, একই দিনে (৩০ জানুয়ারি) সরস্বতী পূজা ও দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পড়ায় নির্বাচন পেছানোর দাবিতে ১৬ জানুয়ারি, (বৃহস্পতিবার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিরা।


আরো সংবাদ



premium cement
গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ টানা ৮ দফা কমার পর আবার বাড়লো স্বর্ণের দাম সুন্দরবনে ২ কিলোমিটার জুড়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে ট্রেন দুর্ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর আপ লাইন চালু ফের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এলো মিয়ানমারের ৪০ বিজিপি রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিব্বির আহমদ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি

সকল