২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

তমদ্দুন মজলিসের আন্দোলনে উদ্বুদ্ধ যারা

-

ভাষা আন্দোলনের জনক তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাসেমের ভাষায় তমদ্দুন মজিলস গঠিত হয়েছিল ‘বিপ্লবী ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানের অর্থনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি প্রভৃতি বিষয়ে জনগণকে সঠিক ধারণা দেয়ার জন্য।’
একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে তমদ্দুন মজলিসের আত্মপ্রকাশ ঘটলেও সংগঠনটি শেষ পর্যন্ত ভাষার প্রশ্নে জড়িয়ে পড়ে সরকারবিরোধী আন্দোলনে। তমদ্দুন মজলিস যেহেতু সাংস্কৃতিক সংগঠন তাই ভাষা আন্দোলন পরিচালনার জন্য গঠিত হয় প্রথম ও দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আদর্শ প্রচারের জন্য তারা প্রকাশ করে ‘সৈনিক’ পত্রিকা। তৃতীয় ব্লক আন্দোলন, ভাষা আন্দোলন পুস্তিকাসহ অনেক বই তারা প্রকাশ করে। সমাজসেবামূলক কাজের জন্য গঠিত হয় ‘ঢাকা মজলিস’ নামে সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সেময়কার তরুণ প্রভাষক আবুল কাসেমের সম্মোহনী শক্তির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা সহজেই আকৃষ্ট হন মজলিসের প্রতি। ডান বাম সব ধারার বুদ্ধিজীবী তথা কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার আবুল কাসেমের নেতৃত্বে এগিয়ে আসেন।
ভাষা আন্দোলনে অগণিত জানা অজানা মানুষ অংশগ্রহণ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু ইতিহাসে তাদের সবার নাম লিপিবদ্ধ নেই।
তমদ্দুন মজিলস, মজলিসের বিভিন্ন কমিটি, সংগ্রাম পরিষদ, মজলিসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান, সভা সেমিনার, মিছিল সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে যাদের নাম পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেনÑ ড. মুহাম্মদ শহীদুল্লাহ, দেওয়ান মোহাম্মদ আজরফ, প্রফেসর নুরুল হক ভূঁইয়া, মোহাম্মদ তোয়াহা, মৌলভী ফরিদ আহমদ, আবুল মনসুর আহমদ, কাজী মোতাহের হোসেন, মাওলানা আকরাম খাঁ, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ, কবি ফররুখ আহমদ, আবদুল করিম সাহিত্য বিশারদ, অধ্যাপক আবদুল গফুর, আব্বাস উদ্দিন, শিল্পাচার্য জয়নুল আবেদীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, আজিজ আহমদ, নঈমুদ্দিন আহমদ, অলি আহাদ, আবদুল মতিন খান, প্রফেসর মুনির চৌধুরী, সরদার ফজলুল করিম, প্রফেসর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, প্রফেসর অমরেন্দ্র চক্রবর্তী, গাজীউল হক, আবদুর রহমান চৌধুরী, আবুল কালাম শামসুদ্দীন, কবি মাহফুজ উল্লাহ ও কবি মফিজউদ্দিন।
আরো রয়েছেনÑ মওলানা আবদুল হামিদ খান ভাসানী. আবুল হাশিম, শামসুল হক, আতাউর রহমান খান, কামরুদ্দিন আহমদ, হাবিবুল্লাহ বাহার, সৈয়দ ওয়ালিউল্লাহ, হাসান ইকবাল, অধ্যাপক গোলাম আযম, গোলাম মাহবুব, রফিকউল্লাহ চৌধুরী, শেখ আশরাফ হোসেন, ফরমান উল্লাহ খাঁ, সৈয়দ মোহাম্মদ আফজাল হোসেন, ন্যাপ নেতা মোজাফফর আহমদ, ড. মোজাফফর আহমদ, কবি জসীম উদ্দীন, ড. মুহম্মদ এনামুল হক, কাজী আফসার উদ্দিন আহমেদ, জহুর হোসেন চৌধুরী, আবুল হাসানাত, প্রফেসর এ কে এম আহসান, কল্যাণ দাস গুপ্ত, এস আহমেদ, কবি মোফাখখারুল ইসলাম, আবদুল খালেক, নূরুল হুদা, খয়রাত হোসেন, আনোয়ারা খাতুন, আলমাস আলী, আবদুল আওয়াল, শামছুল হক চৌধুরী, সৈয়দ আবদুর রহিম, খালেক নেওয়াজ খান, মির্জা গোলাম হাফিজ, মজিবুল হক, হেদায়েত হোসেন চৌধুরী, আনোয়ারুল হক খান, গোলাম মাওলা, শওকাত আলী, আবদুল ওয়াহেদ চৌধুরী, রনেশ দাস গুপ্ত প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement