২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

একসাথে ছয় শিশুর জন্মে চমক

এক সাথে ছয় শিশুর জন্ম - ছবি : সংগ্রহ

কথায় বলে, ‘লাখে একটা’। কিন্তু এই ঘটনা এতই বিরল যে, লাখেও দেখা মেলে না। সোমবার এ রকমই এক ঘটনার সাক্ষী থাকলেন পোল্যান্ডের ক্রাকউ শহরের ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকেরা। ওই হাসপাতালে এক সাথে ছয় শিশুর জন্ম দিলেন এক পোলিশ নারী। চিকিৎসা বিজ্ঞানের এই বিরল ঘটনা নিয়ে উচ্ছ্বসিত সে দেশের মানুষজন। এক সাথে ছয়টি শিশুর জন্ম বা সেক্সটুপলেটস প্রথমবার ঘটল পোল্যান্ডে। 

ঘটনার পর ইউনিভার্সিটি হাসপাতালের মুখপাত্র রিজজার্ড লুটারব্যাচ এক সংবাদ সংস্থাকে বলেন, ছয় সন্তানের জন্ম দেয়া ওই নারীর বয়স ২৯ বছর। মা ও তার শিশুরা সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

ছয়টি শিশুর মধ্যে দু’টি ছেলে সন্তান ও চারটি মেয়ের জন্ম দিয়েছেন তিনি। শিশুদের ওজন ৮৯০ গ্রাম থেকে ১৩০০ গ্রামের মধ্যে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গর্ভাবস্থার ২৯ সপ্তাহের মাথায় এসব শিশুর জন্ম দেন তিনি। এর আগে ওই নারীর দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। সন্তান জন্মদানের পর ওই নারীকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ দুদা। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement