০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


আজ খলিলের পঞ্চম মৃত্যুবার্ষিকী

-

২০১৪ সালের ৭ ডিসেম্বর এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা খলিল উল্যাহ খান। দেখতে দেখতে আজ তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। খলিলের দ্বিতীয় ছেলে মুসা খান জানান, তার বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তার বাবারই বাসায় রাজধানীর নূরজাহান রোডে বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। আবার মহল্লার বেশ কয়েকটি সংগঠন মিলে বাদ জোহর নূরজাহান রোড জামে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া এবং পরবর্তীতে কাঙালি ভোজের আয়োজন করেছে। মুসা খান বলেন, ‘আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।’ এ দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘খলিল ভাই ছিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। তারাই আমাদের দিক নির্দেশনায় দিয়ে গেছেন। তাদের সৃষ্ট আলোর পথেই আমরা হেঁটে চলছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সমিতির পক্ষ থেকে দোয়া করা হবে।’ ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছিলেন খলিল উল্যাহ খান। খলিল প্রায় আট শ’ সিনেমাতে অভিনয় করেছিলেন। মরহুম পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘গুণ্ডা’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই সিনেমাতে তার সাথে অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক, আলমগীর ও কবরীসহ আরো অনেকে।


আরো সংবাদ



premium cement