০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ফ্লোরার ব্যাংক মিস ইউনিভার্স ব্যাংলাদেশের ক্রাউন (টিয়ারা) উন্মোচন

-

গুলশানের অ্যামিশে ফাইন জুয়েলারি ফ্ল্যাগশিপ স্টোরে অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ-এর মুকুটের (টিয়ারা) উন্মোচন। টিয়ারা উন্মোচন করেন মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক তাহসান খান, কানিজ আলমাস, আমিশের বিজনেসের প্রধান রোকেয়া সুলতানা, রিজওয়ান বিন ফারুক, চেয়ারম্যান, মিস ইউনিভার্স বাংলাদেশ ও মিস ইউনিভার্স বাংলাদেশ-এর শীর্ষ ১০ প্রতিযোগী। ‘মিস ইউনিভার্স বাংলাদেশের প্রথম সংস্করণের অংশ হতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। আমি ১২ বছর ধরে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার সাথে জড়িত ছিলাম এবং আমি খুব খুশি হয়ে বলতে পারি যে, এরা আজ অবধি আমার দেখা সেরা ১০ প্রতিযোগী। তাদের শুভ কামনা করছি।’Ñ তাহসান খান, বিচারক, মিস ইউনিভার্স বাংলাদেশ। ‘আমিশির জন্য এটি একটি গর্বের মুহূর্ত। মিস ইউনিভার্সের প্রতিযোগিতা হলো আমাদের ব্র্যান্ডের জন্য একটি পূর্ণাঙ্গ ইভেন্ট, এটি এমন একটি ব্র্যান্ড যা মহিলাদের ব্যক্তিত্ব, শক্তি এবং ক্যারিশমা উপস্থাপন করে। আমরা এই কাস্টম মুকুটটি সুন্দর এবং শক্তিশালী বিজয়ী শোভিত দেখার প্রত্যাশায় রয়েছি, যিনি দক্ষিণ কোরিয়ার বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এই মুকুটটি সবার জন্য গুলশান এভিনিউতে আমাদের গ্র্যান্ড স্টোরে প্রদর্শিত হবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে । বিজয়ীকে ক্রাউন পরিয়ে দেবেন ১৯৯৪ এর মিস ইউনিভার্স বিজয়ী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।


আরো সংবাদ



premium cement