০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


গানই তার আরাধনা...

-

এই সময়ে যারা সঙ্গীতকে পেশা হিসেবে নিয়ে এগিয়ে যান তাদের কারো কারো ক্ষেত্রে এমন শোনা যায় যে, গানেই তাদের চর্চা কম থাকে। চর্চার চেয়ে স্টেজ শো, টিভি শো এবং নতুন নতুন গান প্রকাশ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। কিন্তু সঙ্গীতশিল্পী কাজী সোমার ক্ষেত্রে বিষয়টি আলাদা। তিনি একজন পেশাদার সঙ্গীতশিল্পী। গানই তার সাধনা, গানই তার আরাধনা। যে কারণে প্রতিদিন নিয়ম করে কম করে হলেও ৩০ মিনিট গানের রেওয়াজ করেন তিনি। কারণ সোমা জানেন চর্চা ছাড়া কণ্ঠে সুরের খেলার স্থায়ীত্বটা দীর্ঘ দিনের হয় না। নতুন নতুন গান নাইবা প্রকাশ হোক, কিন্তু তিনি আজীবন ভালোভাবে গানটা গেয়ে যেতে চান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার গানের প্রতি ভীষণ ভালোলাগা থেকেই গানের ভুবনে কাজী সোমার পদচারণা। এমন একজন শিল্পীর প্রতি ভালোবাসা থেকেই আজ নিজের জগতটাকে তিনি সাজিয়েছেন গানে গানে। তাই জীবনের পথচলায় গানটাই যেন তার বেঁচে থাকার বড় সম্বল। স্টেজ শোর মওসুম এলে সোমার ব্যস্ততা যেন বেড়েই যায়। প্রতিদিন কোনো না কোনো স্টেজ শোতে অংশ নিতেই হয় তাকে। কারণ এই মওসুমটাতেই তাকে ছুটে বেড়াতে হয় রাজধানী ও দেশের নানা প্রান্তসহ বিদেশের মাটিতেও। গানের বাইরে অন্য আর কোনো কিছু নিয়েও ভাবনা নেই তার। বেশ ক’জন নাট্যনির্মাতার সাথেও পরিচয় হয়েছিল গানের ভুবনে পথ চলতে গিয়ে। কাজী সোমাকে তারা অভিনয়ের জন্য প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সোমা তাদের সেই প্রস্তাব সহাস্যে ফিরিয়ে দিয়েছেন। কারণ গানের বাইরে আর কোনো কিছুতেই নিজেকে সম্পৃক্ত করার আগ্রহ নেই কাজী তার। এ দিকে এরই মধ্যে কমিটমেন্ট কালচারাল একাডেমি আয়োজিত একটি অনুষ্ঠানে কাজী সোমার হাতে ‘পারসোনালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেয়া হয়। স্টেজ শোতে কাজী সোমা নিয়মিত গান করছেন ২০০৭ সাল থেকে।


ছোটবেলা থেকেই ক্ল্যাসিক্যাল ঘরানার সঙ্গীতের সাথে তার এগিয়ে চলা। ২০০৫ সাল থেকে ওস্তাদ সঞ্জীব দের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন নিয়মিত। স্টেজ-শো আর উচ্চাঙ্গ সঙ্গীতে নিজেকে অধ্যবসায়ে ব্যস্ত রেখে নিজেকে একজন যথাযথ সঙ্গীতশিল্পীতে পরিণত করেছেন কাজী সোমা। বিগত এক যুগেরও বেশি সময় ধরে উচ্চাঙ্গ সঙ্গীতে নিয়মিত তালিম নিয়েই নিজেকে পরিণত করেছেন একজন শুদ্ধ সুরের সঙ্গীতশিল্পীতে। এদিকে আজ কাজী সোমার জন্মদিন। পরিবারের সঙ্গেই জন্মদিন কাটবে তার একান্তে। গান গাওয়া প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘গান শুনে যেমন শান্তি পাই, ঠিক তেমনি গান গেয়েও শান্তি পাই। একজন সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দিতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেয়ে কাজী সোমার একমাত্র সন্তান ফারহান রেজা স্বপ্ন। একমাত্র ছেলেই তার সুখের পৃথিবী। সোমার বাবা মরহুম কাজী আতাউর রহমান এবং মা হাসনা বেগম।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসঙ্ঘ প্রধানের আহ্বান পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত ১০ জুন সখীপুরে চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চুরি ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে আইওএম মহাপরিচালকের সাক্ষাৎ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরাইলি বাহিনী নিষেধাজ্ঞা নেই তবুও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দৌলতদিয়ায় ৬ ও ৭ নম্বর ফেরিঘাট ভাঙনে বিলীন হচ্ছে নদীর পাড় জাতিসঙ্ঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে সমর্থন বেলজিয়ামের শিক্ষকের ২ হাত ভেঙ্গে দিল কিশোর গ্যাং

সকল