০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


নাচ আর নাটক নিয়ে ব্যস্ত রুহী

-

এবার ঈদুল ফিতরে নৃত্যশিল্পী-মডেল-অভিনেত্রী রুহী বেশ ব্যস্ত সময় পার করেছেন। বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে থেকে চারটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। ঈদের ষষ্ঠ দিন বিকেল সোয়া ৫টায় বাংলা ভিশনে প্রচার হবে নাটক ‘বেবী রাসেল’। মুনতাহা বৃত্তার রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে রুহী এই সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। এতে আরো অভিনয় করেছেন সাফা কবির, মিলি বাশার, আবদুল্লাহ রানা, পীরজাদা হারুন প্রমুখ। একই দিনে এটিএন বাংলায় রুহী অভিনীত দু’টি নাটক প্রচার হবে। রাত সাড়ে ৮টায় হেলেন বদরুদ্দীনের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় ‘ছেলেটির কোনো দোষ ছিল না’ নাটকে রুহী ইরফান সাজ্জাদের সাথে অভিনয় করেছেন। এতে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, ফখরুল বাশার, মিলি বাশার, নরেশ ভূঁঁইয়া প্রমুখ। একই চ্যানেলে একই দিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে নাটক ‘ভুল প্রেম’। অপূর্ণ রুবেলের রচনা ও এল আর সোহেলের পরিচালনায় এতে রুহী ছাড়াও আরো রয়েছেন তৌসিফ, তাসনুভা তিশা, ফরহাদ বাবু প্রমুখ। ঈদের অষ্টম দিন রাত সাড়ে ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটক ‘আরেকটি প্রেমের বিয়ে’। মনসুর আলম নির্ঝরের রচনা ও পরিচালনায় নাটকটিতে রুহী তরুণ অভিনেতা শাওনের সাথে জুটি বেঁধেছেন। এতে আরো অভিনয় করেছেন মিশু সাব্বির, নাদিয়া নদী, অনিক, মুকিত জাকারিয়া, ওয়াহিদ ইকবাল মার্শাল, পীরজাদা হারুন প্রমুখ। রুহী একজন গুণী নৃত্যশিল্পীও। বুলবুল ললিতকলা একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) এই সিনিয়র নৃত্যশিল্পী এবার ঈদে বেশ কয়েকটি চ্যানেলে নাচের অনুষ্ঠান করেছেন। এটিএন বাংলা, মাই টিভি, বাংলাটিভিসহ বেশ কয়েকটি টেলিভিশনে রুহীর নাচের অনুষ্ঠান প্রচার হবে। রুহী জানান, ‘এবার ঈদে আমার অভিনীত প্রত্যেকটি নাটকে আমাকে ভিন্নভাবে দেখা যাবে। আমি কাজের মধ্যে সংখ্যার চাইতে মানটাকে বেশি প্রাধান্য দেই। তাই তো বেছে বেছে কাজ করি। যে ক’টি নাটকে আমি অভিনয় করেছিÑ প্রত্যেকটিতে আমাকে ভিন্নভাবে দর্শক দেখতে পাবেন। আর নাচগুলোর মধ্যেও নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’


আরো সংবাদ



premium cement