০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


বৈশাখের গানে অনুপমা মুক্তি

-

পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য ফোয়াদ নাসের বাবুর সুর সঙ্গীতে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি একটি বৈশাখের গানে কণ্ঠ দিয়েছেন। গানের কথা হলো ‘নতুন দিনে নতুন বছরের আবাহনে’। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক। এর আগেও ফোয়াদ নাসের বাবুর সুর সঙ্গীতে গান গেয়েছেন মুক্তি। অনপুমা মুক্তি বলেন,‘ এর আগেও বাবু ভাইয়ের সুর সঙ্গীতে গান গেয়েছি। এবারের গানটিও খুব সুন্দর হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। ধন্যবাদ বাবু ভাইকে বাংলাদেশ বেতারের পয়লা বৈশাখের একটি গান করার সুযোগ করে দেয়ার জন্য।’ এ দিকে পয়লা বৈশাখের দিন অনুপমা মুক্তি এটিএন বাংলা আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বেলা ১১টায় সঙ্গীত পরিবেশন করবেন। বিশেষ অনুষ্ঠানটি উদ্যাপিত হবে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে। এ দিকে অনুপমা মুক্তি তার স্বামী শরীফ রাজকুমারের সুর সঙ্গীতে একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন মিলন খান। গানের কথা হচ্ছে ‘অন্তর আমার লাল সবুজের প্রান্তর’। মুক্তি বলেন, ‘দেশের গানটি সত্যিই খুব সুন্দর হয়েছে। আমি অনেক দরদ দিয়ে, আবেগ দিয়ে গানটি গেয়েছি। এই গানটি নিয়ে আমি সত্যিই অনেক বেশি আশাবাদী।’ অনুপমা মুক্তির সিনেমায় গাওয়া বিখ্যাত গান হচ্ছে কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমার ‘তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল না কী তোমার মন’ গানটি। এতে অনুপমা মুক্তির সহশিল্পী ছিলেন সুবীর নন্দী। এদিকে দীর্ঘদিন পর মুক্তির বড় ভাই অপু দেশের বাইরে থেকে দেশে এসেছেন। গেল ৬ এপ্রিল ছিল মুক্তির জন্মদিন। দুই ভাই অপু ও অঞ্জনের সাথে অন্যরকম এক আনন্দে কাটে মুক্তির এবারের জন্মদিন। ছোটবেলায় বড় ভাই অপু যখন গান শিখতে ছায়ানটে যেতেন তখন তার সঙ্গে মুক্তিও যেতেন। মুক্তি শুধু বসে থাকতেই ভাইয়ের সাথে যেতেন। কিন্তু একসময় মুক্তিও গানের প্রতি ঝুঁকে পড়েন।

 


আরো সংবাদ



premium cement