২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টিপু-বিন্দুর ওর্ণি রেকর্ডসের যাত্রা শুরু

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের তারকা দম্পতি সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ইবরার টিপু ও শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কণার যৌথ উদ্যোগে ‘সাউন্ড অব লাইফ’ সেøাগান নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওর্ণি রেকর্ডস’-এর যাত্রা শুরু হলো। পয়লা ফাল্গুনের আগের দিন এর শুভারম্ভ হলেও আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছে গেল ১৬ ফেব্রুয়ারি। সেদিন টিপু ও বিন্দুর একমাত্র কন্যা ওর্ণির নামানুসারেই প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রার পাশাপাশি একই নামে একটি ইউটিউব চ্যানেলেরও যাত্রা শুরু হয়েছে। যাত্রার শুরুতেই ইউটিউব চ্যানেলটিতে ইবরার টিপু ও বিন্দুর একটি দ্বৈত গান এবং বিন্দু কণার একটি একক গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। যে দু’টি গান প্রকাশিত হয়েছে সে দু’টি গান হচ্ছে ইবরার টিপু ও বিন্দু কণার গাওয়া রোমান্টিক গান ‘এতো কাছে এসেছি’। গানটির সুর সঙ্গীত ইবরার টিপুর। লিখেছেন রবিউল ইসলাম জীবন। এ ছাড়াও বিন্দু কণার ‘পোষা পাখি পোষ মানে না’ গানটিও প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন মোবাশ্বের এবং সুর সঙ্গীত করেছেন ইবরার টিপু। দু’টি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ইবরার টিপ জানান, একই চ্যানেলে আরো আটটি গান দশ দিন পরপর প্রকাশ পাবে। যার মধ্যে ইবরার টিপুর নিজের একক দুটো গান থাকবে। এ দু’টি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। এ ছাড়াও আরেকটি দ্বৈত গান থাকবে, যা জীবনেরই লেখা এবং টিপুর সুর সঙ্গীতে। বাকি পাঁচটি গানই বিন্দু কণার একক গান। এর মধ্যে চারটি গান লিখেছেন লন্ডন প্রবাসী সৈয়দ দুলাল এবং একটি গান লিখেছেন মোবাশ্বের। সব গানেরই সুর সঙ্গীত ইবরার টিপুর এবং মিউজিক ভিডিও নির্মাণের দায়িত্বে আছেন সৌমিত্র ঘোষ ইমন। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান ও ইউটিউব চ্যানেল প্রসঙ্গে ইবরার টিপু বলেন, যারা সঙ্গীতবিষয়ক প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবসায়ের সাথে সম্পৃক্ত তাদের উচিত দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব নিয়ে বাংলা গানের বিকাশে কাজ করা। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এবং ইউটিউব চ্যানেলের লক্ষ্য একটাই, যাদের ধ্যানে জ্ঞানে সঙ্গীত তাদের প্রমোট করা। মূল কথা ওর্ণি রেকর্ডস হবে বাংলা সঙ্গীতের আর্কাইভ। বিন্দু কণা বলেন, আমি এবং টিপু একসাথে আমাদের মেয়ের নামে যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি, তার জন্য আমরা সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা আমাদের সঙ্গীতাঙ্গনের জন্যই নিবেদিত হয়ে কাজ করতে চাই।
ছবি : আলিফ হোসেন রিফাত


আরো সংবাদ



premium cement