২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দেশে ফিরছেন রাখি মাহবুবা

-

রাখি মাহবুবা ২০১১ সালের ‘লাক্স-চ্যানেল আই’ চ্যাম্পিয়ন। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিছু দিনের জন্য দেশে ফিরছেন। বিষয়টি অস্ট্রেলিয়া থেকে নিশ্চিত করেছেন রাখি মাহবুবা নিজেই। তিনি বলেন, ‘দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর দেশে ফিরছি। কিছু দিন পরই দেশের মাটিতে পা রাখব। এ ক’টা দিনের অপেক্ষাই আমার আর ভালো লাগছে না। আবার সেই প্রিয় শহর ঢাকার দেখা, প্রিয় মানুষের সাথে দেখা হবেÑ ভাবতেই ভালো লাগছে।’ এ দিকে রাখি মাহবুবা জানান, তিনি দেশের বাইরে থাকাকালে দেশ থেকে বেশ ক’জন নির্মাতা তাকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করে আসছেন। তিনি কিছু দিনের জন্য ফিরলেও গল্প ও চরিত্র ভালো লেগে গেলে অভিনয় করবেন তিনি। কারণ, অভিনয়ের প্রতি টান তার মনে রয়ে গেছে। তাই ক্যামেরার সামনে আবার দাঁড়াতে চান তিনি। ২০১৩ সালের জুলাই মাসে রাখি অস্ট্রেলিয়ার জন্ডালাপের ঊফরঃয ঈড়ধিহ টহরাবৎংরঃু-তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে যান। সেখানে উচ্চশিক্ষা শেষ হয় চলতি মাসেই। পড়াশোনা শেষ করে রাখি মাহবুবা গেল মাসে যোগ দেন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট প্রতিষ্ঠান ডঙঙউ-এ। অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত এ প্রতিষ্ঠানের একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রাখি। রাখি বলেন, ‘আমার সৌভাগ্য যে পড়াশোনা শেষ করার সাথে সাথেই এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ পেয়েছি। বিশ্বের ৭০টি দেশে এ প্রতিষ্ঠানের শাখা রয়েছে। ৬০ হাজারেরও বেশি চাকরিজীবী রয়েছেন, যার মধ্যে আমিও একজন। আমি নতুন জীবন বেশ উপভোগ করছি। সবার দোয়া চাই, যেন একজন বাংলাদেশী হিসেবে দেশের বাইরে সুনাম আরো বৃদ্ধি করতে পারি।’


আরো সংবাদ



premium cement