২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইন্দুবালা পপি

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে টিভি নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম নন্দিত এই অভিনেত্রী একটি তেরো পর্বের ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নাম ‘ইন্দুবালা’। এই ওয়েবসিরিজের নাম-ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গতকাল দিনব্যাপী এই ওয়েব সিরিজের ডাবিং শেষ করার মধ্য দিয়ে ‘ইন্দুবালা’র কাজ শেষ করলেন পপি। প্রথমবারের মতো ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’য় অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প, নির্মাণশৈলী দর্শকের কাছে খুব ভালোলাগবে। কারণ মামুন অনেক কষ্ট ও আন্তরিকতা নিয়ে এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন। এটা তার জন্যও একটি নতুন চ্যালেঞ্জ। আর এর নাম-ভূমিকায় আমিও চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করতে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ অনন্য মামুন নির্দেশিত এই ওয়েব সিরিজটি শিগগিরই ইনোভেটিভি মিডিয়ার অ্যাবস সিনেস্পটে প্রচার শুরু হবে। ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজের এর শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। গল্পের প্রয়োজনেই ঢাকা ও কলকাতায় শুটিং হয়েছে বলে জানান পপি। ‘ইন্দুবালা’র গল্প লিখেছেন এর নির্মাতা অনন্য মামুন। পপি ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, আঁচল, এ বি এম সুমন, ইমতুসহ আরো অনেকে। এ দিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পপি কাজী আমিরুল ইসলাম শোভার ‘সেভ লাইফ’ সিনেমার শুটিং শুরু করবেন। এতে সহশিল্পী হিসেবে আছেন চম্পা, ফেরদৌস, আনিসুর রহমান মিলন, ওবিদ রেহান, আইরিন, সুবর্ণা, আহসানুল হক মিনু, মানস বন্দ্যোপাধ্যায়সহ আরো অনেকে। এরই মধ্যে তিনি প্রায় শেষ করেছেন সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন আমিন খান। শিগগিরই শুরু হওয়ার কথা বুলবুল বিশ্বাসের ‘কাটপিছ’ সিনেমার শুটিং। পপি আরো অভিনয় করছেন আরিফ নির্দেশিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাতে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ফেরদৌস, মৌসুমী হামিদ, তমা মির্জাসহ আরো অনেকে।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement