২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দীপ্ত টিভিতে আসছে সানসিল্ক ডিভাস রিয়্যালিটি শো

-

গান গেয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা মেয়েদের নিয়ে শুরু হচ্ছে ‘সানসিল্ক ডিভাস’ শিরোনামের রিয়েলিটি শো। এই শোর মাধ্যমে বিজয়ী চারজনকে নিয়ে গঠন করা হবে নতুন একটি অল গার্ল ব্যান্ড। নভেম্বরের মাঝামাঝি থেকে দীপ্ত টিভিতে এই শো প্রচার করা হবে। গানের মাধ্যমে মেয়েদের স্বপ্ন পূরণ করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড ‘সানসিল্ক’ প্রথমবারের মতো ব্যতিক্রম এই শোর আয়োজন করেছে। ‘এক্সপ্লোর করো তোমার সঙ্গীত প্রতিভা আর হয়ে যাও দেশের প্রথম অল-গার্ল ব্যান্ডের মেম্বার’ এই বার্তা নিয়ে গত সেপ্টেম্বর থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশের ব্যান্ডের ইতিহাসে নতুন একটি মাত্রা যোগের এই প্রক্রিয়া শুরু হয়। ইতোমধ্যে অনলাইনে আবেদন করা দেশের কয়েক হাজার আগ্রহী প্রতিযোগীর মধ্য থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরাসরি অডিশনের মাধ্যমে ২০ জনকে নির্বাচন করেছেন বিচারকেরা। এদের নিয়েই শুরু হবে রিয়েলিটি শোর মূল পর্ব। সঙ্গীতশিল্পী ও পরিচালক হৃদয় খান, চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, নেমেসিস ব্যান্ডের গায়ক জোহাদ রেজা চৌধুরী এবং পপশিল্পী আলিফ আলাউদ্দীন এই শোতে বিচারকের দায়িত্ব পালন করছেন।


আরো সংবাদ



premium cement