২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৪৫ শিক্ষাথী

ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৪৫ শিক্ষাথী - ছবি : সংগৃহীত

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নতুন করে ১৪৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। শুক্রবার এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

এর আগে গত ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তাতে গড় পাসের হার ছিল ৭১.৮৫ শতাংশ। সারা দেশের ৮টি শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছিলেন ৪১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। যারা ফলাফলে সন্তুষ্ট হতে পারেননি, তারা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর বলেন, ঢাকা বোর্ডের অধীনে এবার মোট ৫২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৫৮৬ জনের ফলের গ্রেড পরিবর্তন হয়েছে। আর ফেল থেকে পাস করেছেন ২৮৯ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন।


আরো সংবাদ



premium cement