২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ছাত্রলীগ সাধারণ সম্পাদকের হা‌তে মারধরের শিকার পদব‌ঞ্চিতরা

ছাত্রলীগ সাধারণ সম্পাদকের হা‌তে মারধরের শিকার পদব‌ঞ্চিতরা - সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত নেতাদের আবারো মারধর করা হয়েছে। এবার মারধ‌রের অ‌ভি‌যোগ খোদ সংগঠ‌নের সাধারণ সম্পাদ‌কের বিরু‌দ্ধে।

শনিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন ছাত্রলীগের আন্দোলনকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সা‌ড়ে ৮টা) তারা সেখা‌নে অবস্থান কর‌ছেন।

পদবঞ্চিত নেতারা জানান, সংগঠনের বিতর্কিত যেসব নেতার নাম কমিটিতে এসেছে, তাদের বহিষ্কারের সময়সীমা ও মধুর ক্যান্টিনে হামলার বিষয়ে কথা বলার জন্য কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে টিএসসিতে বসেন তারা। কথা বলার একপর্যায়ে সাধারণ সম্পাদক রাব্বানী রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তারের কাছে তার আনিত মাদকের অভিযোগ সম্পর্কে জানতে চান। প‌রে বাক‌বিতণ্ডার একপর্যা‌য়ে গোলাম রাব্বানী লি‌পিকে মারধর ক‌রে। তা‌কে চড় থাপ্পর দেয়। প‌রে আন্দোলনকারী‌দের ঘি‌রে থাকা রাব্বানীর অনুসারীরা উপ‌স্থিত নেতাকর্মী‌দের ওপর হামলা চালায়। এসময় অন্তত ৬ জন আহত হয়।

স‌রেজ‌মিন দেখা যায়, আহত‌দের একজ‌নের অবস্থা গুরুতর। মারধ‌রের ফ‌লে তার কাঁ‌ধের হাড় ভে‌ঙে যায়। প‌রে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতা‌লে চি‌কিৎসা শে‌ষে তা‌কে বাসায় নি‌য়ে যাওয়া হয়।

মারধ‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন বলেন, টিএস‌সি‌তে আ‌লোচনার এক পর্যা‌য়ে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লিপিকে আক্রমণ করেন। ‌তি‌নি তা‌কে মারধর ক‌রেন। এছাড়া রাব্বানীর অনুসারীরা আমাদের সবার ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, নি‌জে‌দের ম‌ধ্যে একটু ঝা‌মেলা হ‌য়ে‌ছে।


আরো সংবাদ



premium cement