২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
গুমের শিকার পরিবারগুলোর দুর্ভোগ

বিশিষ্টজনের অভিযোগকে গুরুত্ব দিন

-

‘আমিও বাবার হাত ধরে হাঁটতে চাই। বাবার সাথে ঈদ করতে চাই। আমার বাবাকে ফিরিয়ে দিন।’ ‘আমার ভাইকে ফেরত দিন, নয়তো আমাদেরও মেরে ফেলুন। এমন করে আর বাঁচতে চাই না।’
এগুলো হলো গুম হওয়া দু’জন মানুষের ছোট্ট মেয়ে এবং বোনের করুণ আকুতি। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা সরকারকে উদ্দেশ করে এই আকুতি জানায়। কেবল ওই দু’জনই নন, স্বজন হারিয়ে নিজেদের দুঃসহ কষ্টের কথা তুলে ধরেছেন গত কয়েক বছরে নিখোঁজ হওয়া ব্যক্তিদের বেশ ক’জন স্বজন। দাবি জানিয়েছেন গুম হওয়া স্বজনদের এবার ঈদের আগেই তাদের কাছে ফিরিয়ে দেয়ার।
শনিবার ছিল ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’। এ উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের উদ্যোগে গঠিত ‘মায়ের ডাক’ নামের সংগঠন রাজধানীতে মানববন্ধন করেছে। সেখানে তারা নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, যারা গুম হয়েছে তাদের খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। যারা এই জঘন্য কাজটি করছে, তাদের শাস্তির ব্যবস্থা করাও রাষ্ট্রেরই দায়িত্ব। কিন্তু সরকারের আচরণে সন্দেহ করার কারণ আছে যে, এ গুমের সাথে রাষ্ট্রই জড়িত। মানবাধিকার সংগঠন অধিকার-এর পরিচালক নাসির উদ্দিন এলান বলেছেন, এ দেশে যে ‘গুমের সংস্কৃতি’ শুরু হয়েছে এবং দেশের বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা মনে করি, সরকারের নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজ ব্যক্তিদের উঠিয়ে নিয়ে গেছে। এটা মনে করার কারণ হলো, ‘আইনশৃঙ্খলা বাহিনী’র পরিচয়ে যদি তুলে নেয়া হয়, তাকে ফিরিয়ে দেয়ার দায়িত্ব সরকারের। তাকে খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু আজ পর্যন্ত ৫০০-এর বেশি গুমের ঘটনা ঘটলেও ফিরে আসার সংখ্যা স্বল্প কয়েকজন। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, গুমকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করায় দেশে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত ৫০০-এর বেশি লোক গুম হয়েছেন; কিন্তু ফিরে এসেছেন হাতেগোনা দু-একজন। যারা ফিরে আসছেন তারা একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করতে সাহস পাচ্ছেন না। তিনি গুম হওয়া মানুষদের ফিরে পেতে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে লক্ষ করে বলেন, ‘বছরের পর বছর গুম হওয়া পরিবারের কান্না আপনার কানে পৌঁছেনি। এ গুমের জন্য যারা দায়ী তারা আপনার চারপাশেই আছে।’
এই মানববন্ধন কর্মসূচির পাশাপাশি শনিবার এক সংবাদ সম্মেলনে নাগরিক নিরাপত্তা জোটের নেতারা দেশে সঙ্কটাপন্ন পরিস্থিতি বিরাজ করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রদানে সরকার দায়বদ্ধ। অথচ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সরকার ও রাষ্ট্রের বিভিন্ন সংস্থা জনগণের মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় ব্যর্থ হচ্ছে বা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে প্রতিনিয়ত নানা অন্যায়, অবিচার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, মত প্রকাশ ও মুক্তচিন্তার অধিকারের ওপর আঘাত, নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। রাষ্ট্রে আইনের শাসন ও জবাবদিহিতার অভাব, ক্ষমতার অপব্যবহার, ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা, বিচারের দীর্ঘসূত্রতা নাগরিকের মানবাধিকার লঙ্ঘনকে আরো বেশি সঙ্কটাপন্ন করে তুলছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে মুক্তচিন্তা ও বাকস্বাধীনতা ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করে বলেন, দেশে কারো কোনো জবাবদিহিতা নেই। মানবাধিকার কর্মী হামিদা হোসেনের উপলব্ধি, রাষ্ট্র ও জনগণের মধ্যে কোনো সম্পর্ক আছে, এমনটি দেখা যাচ্ছে না। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। এমনকি, আদালতের নির্দেশনাও মানা হচ্ছে না।
আমরা দু’টি কর্মসূচির খবর এখানে তুলে দিলাম কেবল সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। কারণ, এ দু’টি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন, সেগুলো শুধু গুরুতর বললে কম বলা হয়। দেশে বিদ্যমান পরিস্থিতির যে ভয়াবহ চিত্র এখানে উঠে এসেছে, তার দায় সবচেয়ে বেশি সরকারেরই। তাই আমরা আশা করব, সরকার সচেতন হবে এবং তার সাংবিধানিক দায়িত্ব পালনে অবিলম্বে সক্রিয় হয়ে উঠবে।


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব শিরোপার আরো কাছে রিয়াল মাদ্রিদ গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

সকল