২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আ ল মা হ মু দ কে নি বে দি ত প ঙ্ ক্তি মা লা

-

শাহীন রেজা
এই যাওয়া শেষ যাওয়া নয়

তুমি জানতে মৃত্যু মানেই শেষ যাওয়া নয়
তোমার প্রিয়তমা অফুরন্ত পুষ্পরাজির মধ্যে বিদায় জানাচ্ছে তোমাকে
তুমি চলে যাচ্ছো; তোমার আত্মারা সবুজ অরণ্য ছেড়ে এখন অসীম অন্তরীক্ষে

আত্মারা ছেড়ে গেলে দেহের গন্তব্য কোথায়?
হিমঘর থেকে মৃত্তিকায় অতঃপর ক্ষয়ে যাওয়া মিশে যাওয়া মাটি ও বাতাসে...
তুমি কি সত্যিই মিশে যাবে চলে যাবে এই গ্রহ ছেড়ে একদিন অন্যগ্রহে?

তুমি তো জানতে এবং বলতেও এই যাওয়া মানে শেষ যাওয়া নয়,
তবে কি ফিরে আসবে কোনো দিন?
ফিরে আসতে আসতে তোমার সেই চিরচেনা কণ্ঠ বাতাসে ভাসাবে শব্দের ফুল
শিশিরের ডানায় ডানায় কেবল মুগ্ধতা।

তুমি তো ফিরবেই একদিন; ফেরার পথে
তোমার কলম হবে মেঘ আর কবিতার ক্যানভাস শুধুই সু-নীল।

ওই মিশ্রণে আমি মিশিয়ে দিলাম আমার ভালোবাসাগুলো এবং আগাম উষ্ণতা
যার উত্তাপে প্রাণ ফিরে পাবে সময়েরা
এবং কবিতাঈশ্বর ঘুম-চোখ খুলে হাসবেন ক্রমাগত।

চলে যাচ্ছো যাও তবে জেনে নিও এই যাওয়া সত্যিই শেষ যাওয়া নয়।

 

 

 

 

 

ফেরদৌস সালাম
পাথরের ঘ্রাণ

বাতাসে খুশবো ভাসে। চারপাশে বাগান দেখি না
তাহলে সে কোনখানে শয্যা পেতে ছড়াচ্ছে সৌরভ
পাশের দীঘির জলে সেখানে কী সুপ্ত অনুভব?
নিঃশ্বাসে-প্রশ্বাসে বুঝি, অলইে বেজে ওঠে বীণা।

ঘ্রাণে ঘ্রাণে পথ চলি- খুঁজে ফিরি সত্যের সন্ধান
বধির বাতাস ভাবে কান্ত প্রাণ খানিক জিরাই
শুকনো পাতারা নাচে ঘুম চোখ তোলে শুধু হাই
সুর শুনে টের পাই কোকিলের প্রেমময় তান।

মুক্তোয় আগ্রহী যারা তুলে আনে অধীর ঝিনুক
হাসির ঝিলিকে রাঙে মুক্তাপ্রেমী রমণীর ঠোঁট
তেমন আড়াল পেলে অঙ্গে অঙ্গে বাঁধে মহাজোট
বিশুদ্ধ আনন্দ শেষে তিল ছোঁয়া মুগ্ধতার বুক।
হঠাৎ তাকিয়ে দেখি ঘ্রাণময় সে এক পাথর
গোলাপের সখ্যতায় হয়ে আছে সুগন্ধি আতর!

 

জামসেদ ওয়াজেদ
তিতাসের ছেলে

তুমুল রাত্রির মতো অন্ধকার ভেঙে চুরে আলোকিত তুমি
স্রোতগুলো দুই হাতে কেটে কেটে চলে আসো সমুখে এগিয়ে
রোদের সাম্পান হতে ফুলের বৃষ্টির গুঁড়ো তোমার কবিতা
শ্রাবণের ধারাপাত ক্রমাগত পড়ে যায় গুহার মানব

মেঘহীন জনপদে তুমি রচো কবিতার শুদ্ধ ইতিহাস
আমরা অশ্বথ চারা ধীরে ধীরে বেড়ে উঠি তোমার বলয়ে
ভাষাতত্ত্ব শুদ্ধরস ঘুরে ফিরে খোঁজ করে কাক ও কোকিল
চোখ ও শরীর তাই বয়সের অজুুহাতে অবাধ্য হয়েছে

বয়স্ক দীঘির মতো আস্ত একটি জীবন খেয়েছে কবিতা
আমরা মানুষ বলে খুব বেশি অকৃতজ্ঞ কবির ওপর
কাল বর্ণনার ভাঁজে তসবি গুটির ছাপ রেখে যায় যারা
তুমি তো তাদেরই এক অগ্রগণ্য পূজণীয় পুরুষ পুরাণ

বালিকা সময় আজ ফেরি করে ঘরে ফিরে তিতাসের ছেলে
তোমাকে ধারণ করে ইতিহাস বসে আছে দুই হাত মেলে

রেজা রহমান
প্রত্যাবর্তনে লজ্জা নেই

শহরগামী ট্রেন মিস্ করে বাড়ি ফিরতে লজ্জাকাতর!
বাবা বললেন, গোছাতে গোছাতে তোর ট্রেন ফেল
মা বললেন, না ঘুমিয়ে আজো রাতভর বই পড়ে কাটাতে।

আজ আর প্রত্যাবর্তনে লজ্জা নেই;
তোমার এখন জড়োসড়ো বাড়ি ফিরতে হলো না।
নিজ বাড়ি গেলে নিঃসঙ্কোচে মৃদু হাসতে হাসতে;
সেখানে প্রবেশ করতে বিন্দুমাত্র লজ্জা নেই।
সে অনেক দিন পর যৌবন পেরিয়ে প্রৌঢ়ে।

‘বখতিয়ারের ঘোড়া’য় চড়ে দিগি¦দিক জয় করে
সাম্য-মহাসত্যের সওদা ফেরি করে
হেথায় হোথায় মায়ের সোনার নোলক খুঁজে
বাংলাদেশ খুঁজে
কবিতার সাগর ডিঙিয়ে
অবশেষে সগৌরবে বাড়ি প্রত্যাবর্তিত হলে
অনন্তকালের জন্য মহান প্রভুর ডাকে।

আজ ছুটি কাক্সিত স্বপ্নমধুর ‘শুভ শুক্রবার’-এ।
জানালা-দুয়ার খোলা
বাতাসে ছড়ায় গোলাপ, রজনীগন্ধা,
বেলী, মাধবীলতার সৌরভ।
শুরু হলো অনিঃশেষ জীবন;

 

সবুজ আহমেদ
কবিতার কারিগর

কবি তোমার শোকে মুহ্যমানÑ
এ বুকের জমিনে ক্ষত
কবিতায় যে স্রোত ধারা সৃষ্টি করে গেছো...
কালো অরে আলোর গান গেয়ে
কলম কালি দিয়ে
সেই সাজানো ছন্দ স্তরে কালজয়ী
বইপাড়ায় বাঁধাই হয়ে আছে।

দেহের প্রস্থান মানেই তো মনের বিদায় নয় !
তোমার সৃষ্টিকর্ম পড়ে আজো লাখো লোক
আঁধার রাত্রি পেরোয়।

তুমি হয়তো জাগতিক জীবনে দেখবে না
আর বিষাদের কালো মেঘ
দেখবে না আবেগে মাখামাখি
নানা রঙের প্রজাপতি যুগল।

তুমি মুক্তিযুদ্ধে জড়িয়েছিলে
দেশ মাতৃকার টানে...
তুমি রবে অমর সাহিত্যের ফুল ফসলে
ভালোবাসায় ভরা রাখালের সুর
পাঠকের হৃদয়জুড়ে।

 

 

 

 

 

নতুন বই নতুন ঘ্রাণ
মিসবাহ মুকুল হ নূর মোহাম্মদ

সমকালীন ইরানের কবি ও কবিতা
শাকির সবুর
প্রচ্ছদ : সোহেল হোসেন
প্রকাশনী: শোভা প্রকাশ
ওলগা তোকারজুক’র শ্রেষ্ঠ গল্প
অনুবাদ: বিপাশা মণ্ডল
প্রচ্ছদ: অনিরুদ্ধ পলল
প্রকাশনী: মাটিগন্ধা
নির্বাসিত সুখ
খুরশীদ আলম সাগর
প্রচ্ছদ: নাসিম আহমেদ
প্রকাশনী: বিশ্বসাহিত্য ভবন
প্রাণবিক পৃথিবীর জন্য প্রার্থনা
রবিশঙ্কর মৈত্রী
প্রচ্ছদ: ধ্রব এষ
প্রকাশনী: বিভাস
আলকা নন্দার তীরে
আমিনুল কাদের মির্জা
প্রচ্ছদ: তৌহিদ হাসান
প্রকাশনী: পেন্সিল পাবলিকেশন্স
স্থাপত্য দেয়াল না ভেঙ্গেই
মীর ইসরাত জাহান
প্রচ্ছদ: আহমেদ ইউসুফ
প্রকাশনী: পরিলেখ
আয়না ঘরের ফুল
জাকির আবু জাফর
প্রকাশনী: লেখালেখি প্রকাশন
ঘামে ভেজে ঘাস ইতিহাস
বিমলেন্দু রায়
প্রচ্ছদ: আশিকুর রহমান ইমন
প্রকাশনী: শব্দ প্রকাশনী
প্রেমিকা-নেওটা
মোজাম্মেল সুমন
প্রচ্ছদ : কারুধারা
প্রকাশনী : নবসাহিত্য
মুজিবসমগ্র
মহাদেব সাহা
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশনী: বিভাস
মুজিবসমগ্র
নির্মলেন্দু গুণ
প্রচ্ছদ: পিয়াস খান
প্রকাশনী: বিভাস
কসমিক লাইফ
কর্নেল মো: রাব্বি আহসান, পিএসসি
প্রচ্ছদ অলঙ্করণ : রাইসা ফারজানা বিনতে আহসান
প্রচ্ছদ : নাসির উদ্দিন
প্রকাশনী: আহসান পাবলিকেশন
শিশু সাহিত্যের তপন বাগচী
শ্যামাপ্রসাদ ঘোষ
প্রচ্ছদ: উৎপল দাস
প্রকাশনী শোভা প্রকাশ
রোদ বিকালের ছায়া
ইলিয়াস ফারুকী
প্রচ্ছদ: গোলাম কিবরিয়া
প্রকাশনী: কারুবাক
ইতিহাস ও পুরাকীর্তির বাংলাদেশ
খন্দকার মাহমুদুল হাসান
প্রচ্ছদ: চারু পিন্টু
প্রকাশনী: পার্ল প্রকাশন
উচিৎ শিক্ষা
ওমর ফারুক মিজি
প্রচ্ছদ: জয়দেব
প্রকাশনী: একুশে বাংলা প্রকাশন
বিদেশি বিনোদিনী
আহমেদ আব্বাস
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশনী: অনিন্দ্যপ্রকাশ
নির্বাচিত গল্প
তমিজ উদ্দীন লোদী
প্রচ্ছদ: চারু পিন্টু
প্রকাশনী: অনন্যা
জুঁই ভালোবেসেছিল
রেজাউল করিম খোকন
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
প্রকাশনী: গ্রন্থ কুটির
আজ আকাশে চাঁদ নেই
মোহাম্মদ অয়েজুল হক
প্রচ্ছদ : জুলিয়ান সিদ্দিকী
প্রকাশনী: সাহিত্যদেশ
কথা রেখেছি
রেবেকা সুলতানা তাসমি
প্রচ্ছদ: মিছবাহ শাহেদ
প্রকাশনী: পরিলেখ
নজরুলের নাম কবিতা
আবু হেনা আবদুল আউয়াল
প্রচ্ছদ: হেনা আউয়াল
প্রকাশনী: গতি প্রকাশনী
জীবনের পাতা থেকে
সুরাইয়া বানু ডলি
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
প্রকাশনী: ধ্রুবতারা
সুখ-সাফল্যের মায়াবী জগৎ
আবু রেজা মো: ইয়াহিয়ার
প্রচ্ছদ: সৈয়দ লুৎফুল হক
প্রকাশনী: চয়ন প্রকাশন
বস্তুবাদী ক্যানভাস
শান্তনু চক্রবর্তী
প্রচ্ছদ: আইয়ুব আলী
প্রকাশনী: ছিন্নপত্র
বৃত্ত থেকে বেরিয়ে
জিয়াউর রহমান
প্রচ্ছদ: চারু পিন্টু
প্রকাশনী: হাওলাদার

মায়াবৃত্ত
সাইফুল ইসলাম জুয়েল
প্রচ্ছদ : সোহেল আশরাফ
প্রকাশনী : অনিন্দ্য প্রকাশ
পড়শি
আহমেদ রউফ
প্রকাশনী : বাংলানামা
নীরব কথোপকথন
এ কে সরকার শাওন
প্রচ্ছদ : আইয়ুব আলী
প্রকাশনী : ছিন্নপত্র
মহাকালের নোঙর
কাজী জুন্নুন হোসেন
প্রচ্ছদ : জুলফিকার তিতাস
প্রকাশনী : অন্যধারা পাবলিকেশন্স
মহাকালের শ্রেষ্ঠ মানব প্রিয় মুহাম্মদ (সা:)
মোতালেব হোসেন
প্রচ্ছদ: জুলফিকার তিতাস
প্রকাশনী : অন্যধারা পাবলিকেশন্স
আমার একলাময়
মাহী ফারহানা
প্রচ্ছদ : মনিরুজ্জামান পলাশ
প্রকাশনী : সিঁড়ি প্রকাশন
মধুময় চৈতালি সকাল
শাহাদাত কাব্য
প্রচ্ছদ : আল নোমান
প্রকাশনী : সাহিত্যদেশ
ঐঙজজঙজ ওঘ অঋজওঈঅ
খন্দকার মাহমুদুল হাসান
প্রচ্ছদ: আলমগির হোসাইন
প্রকাশনী : আদিগন্ত প্রকাশন
ভাই গিরিশ চন্দ্র সেন
সিরাজ উদ্দিন সাথী
প্রকাশনী : কাকলী
স্থানিক বাকরীতি ও ভাষা-বৈচিত্র্য
জাহাঙ্গীর আলম জাহান
প্রচ্ছদ: আলী মেসবাহ
প্রকাশনী: সাহিত্যদেশ

 

 


আরো সংবাদ



premium cement