২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাহিত্য কবিতাবলী

-

সোলায়মান আহসান
শোকগাথা

মৃত্যুর মিছিলে নাম আর কত হবে লেখাঝোখাÑ
কখনো শোকের ঝড়, বিতণ্ডার স্ফুলিঙ্গ খবর
আবার ঝিমিয়ে পড়া রাজপথ শান্ত অজগর
মানুষের হাহুতাশ মিশে থাকে রক্তজবা, থোকা।

তেমনি তোমার নাম লেখা হলো নাকি আবরার?
দেশের মঙ্গল চিন্তা প্রতিবাদী মন জেগে ওঠে,
তা-রি খেসারত দিতে সতীর্থের হাতে মৃত্যু জোটে
ইতিহাস হলো বুঝি কলঙ্কিত বিকট নিষ্ঠুরতার?

আমরা পারিনি দিতে তোমাকে আশ্রয় পৃথিবীতে
বুয়েটের মতো উচ্চ বিদ্যাপীঠে আবাস, স্বাধীন-
এমন মৃত্যুর বীভৎস কারাগার হলো কোনো দিন,
জানতে পারিনি আগে এভাবে জীবন হবে দিতে!
জানতে পারিনি ঘেরা কাঁটাতার বিবেকের খিল-
মাথার ওপর উড়ে শকুনী পিশাচী হায় চিল!

শাহীন রেজা
ঘৃণাবাণ

আজকাল ছিঃ বলতেও বিবেকে বাধে।

মাত্রা ছাড়িয়ে গেলে কোনোকিছুই আর নিয়মে চলে না,
ঘৃণা প্রকাশের জন্য এরচেয়েও ঘৃণ্য কোনো শব্দ চাই।

হতে পারে সেটা হিমালয়ের চেয়েও ভারী আর আরব সাগরের চেয়ে দীর্ঘ।

পুত্র হন্তারক পিতা কিংবা সহপাঠী হত্যাকারী সতীর্থদের জন্য
এরচেয়েও কঠিন তীব্র কোনো শব্দের খোঁজে এখন আমি সত্যিই ব্যাকুল।

হে নিহত শিশু আর নিহত শিক্ষার্থী,
তোমরা জানিয়ে দাও, তোমাদের হত্যাকারীদের জন্য আমাদের ঘৃণা
উচ্চারণের ভাষা হবে কোনটি?

তুহিন আর আবরারের আত্মার অভিসম্পাতে
পুড়ে পুড়ে ভস্ম হওয়ার আগে আমরা ওইসব খুনিদের জন্য
নিক্ষেপ করে যেতে চাই সেই
ঘৃণাবাণ।

শামীমা সুলতানা
ভুল পথে

ভুল পথে ভুলের মাঝে ভ্রান্ত বসবাস
অন্ধত্ব, পচন, ক্ষরণ, যন্ত্রণার আভাস।
বিশ্বাসে অবুঝ হৃদয় চন্দ্রভূমি বিচরণ
কিছুটা স্মরণে অতীতের সব আচরণ।

ক্ষয়িষ্ণু মন ভেঙে কাচ টুকরোর মতো
অনিচ্ছা ছিল পরিকল্পিত ইচ্ছা যত।
ছিদ্র পাল তোলা নৌকায় চলে জীবন
মনে নয় মানিয়ে নিয়ে চলছি আপন।

অবাস্তব এ মিথ্যা চন্দ্রাভিযানের মায়া
স্পর্শ করতে হবে না অন্ধত্বের ছায়া।
সত্যের পথে, নয় কোনো অভিমানে
প্রকৃতি মাঝে, কোনো পথের সন্ধানে।

মুন্সি আব্দুল কাদির
খেলা ঘর

জীবনের খেলা ঘরে
ধুলোবালু মাখানো
আকাশের কালো সাঁঝে
ঘর কোনে হাঁকানো

ফুল সাজে কারো ঘর
ভরা বায়ু সুবাসে
কারো ঘর কাঁটা ভরা
দুঃখ ভুলে আভাসে।

কেউ হাসে দিলো খোলে
রাত দিন শান্তি
চোখ জলে ভাসে বুক
দেখে দুখ ভ্রান্তি

আজিজ ইবনে মুসলিম
দিনান্তের পাখি

প্রেমের অঘোরে লীন প্রেমিক যুগল
নিঃশব্দ নিশিটা দূরে দিগন্তে বিলীন,
নিটোল যৌবন প্রভা শূন্যে অন্তর্লীন।
ষাটোর্ধ্বের আয়ু টানে অদৃষ্ট ভূগোল।

বিগত জৌবন স্রোত প্রতনু কায়াতে,
কেটে গেছে বেমালুম সোনালি স্বপনে
নীরব নির্বিঘেœ ব্যাপ্ত জীবন যাপনে,
বর্ণাঢ্য বহতা সুখে সুদীর্ঘ হায়াতে।

কবিরা মরে না শ্লিষ্ট তিলোত্তমা সুখে,
সুদূর দূরান্তে ভাসে সুর লয় তাল
জগৎ মানসপটে দীপ্তি চিরকাল,
অনুপুঙ্খ অনুপমা ভাবায় ভাবুকে।

সেঁজুতি সন্ধ্যায় উড়ে দিনান্তের পাখি,
না ফেরা বিষণœ ক্লেশে অভিষিক্ত আঁখি।


আরো সংবাদ



premium cement