২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সাহিত্য কবিতাবলী

-

আবু হেনা আবদুল আউয়াল
একটি সত্যের একটি কল্পনা

রিমান্ডের ইলেকট্রিক শর্টে সত্য গোপন থাকেনি
ফুলগুলো তারাই ছিঁড়ছে, গন্ধ শুঁকে শুঁকে
পরে নর্দমায় ফেলে দ্যায় রাতের আঁধারে
ফুলের কাঁটার আঘাত হাতের পঞ্চাঙ্গলে স্পষ্ট
স্বীকারোক্তি পরিষ্কার বেশ, নানা অছিলায়
বিচার বিলম্ব, সাক্ষী-সাবুদ মেলে না, ভরে ভয়ে
সবে মুখে কুলুপ এঁটেছে

একদিন শোনা গেলো ওরা সবাই খালাস বেকসুর

হাসান আলীম
হালখাতা

রিভলভিং চেয়ারটা জমে ফ্রিজ হয়ে গেছে
চক্রাকারে ঘোরে না সাধের চাকা,
আমি ছিটকে পড়ে যাই
অন্য এক প্রাণহীন কঠিন চেয়ারের পর।

কিচ্ছু ঘোরে না, নিরেট অন্ধকার
কি রাত্র-দিবস কিচ্ছু বোঝার উপায় নেই-
কণ্ঠদেশ শুকিয়ে যাচ্ছে ক্রমশ:
পৃথিবী ঘুরছে না মোটে ও-
এক স্থিরাঙ্কে নিবিড় ঘুমঘোরে পড়ে আছে,
কি করে হিসাব নেবো সময়ের-
কিসের হালখাতা খুলে বসি বলো!

জীবনের হিসাব-নিকাশ
মহাকালের সমুদ্রে ডুবে যাচ্ছে,
নেই বৈশাখ নতুন বছরের আবাহন,
চণ্ড ঝড়ের অন্তরে ছিড়ে খুঁড়ে
যাচ্ছে স্থির পদ্মে!
জানি না কখন ঘুরবে রিভলভিং চেয়ার
জানি না কখন হেসে উঠবে চেয়ারের সোনালি হাতল
কখন মধুর সম্ভাষণে হেসে উঠবে
সোনা রোদ বৃষ্টি!

মুন্সি আবদুল কাদির
পরাজিত দুঃখ

নীল দুঃখগুলো
সামনে একটু একটু করে অগ্রসর হয়
আমার বুকের ছাতিগুলো ভেঙে খান খান
অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকি
সাদা’র নিকট একেবারেই পরাভূত হয়।
স্বাগত জানায় লাল গালিচা বিছিয়ে
অথবা গ্রেফতার করে নিয়ে যায়
আগুনের শিকল পরিয়ে।
সেখান থেকে আর কেউ ফিরে আসে না
হয় অনাবিল সুখ
হয় দুখ ভরা আফসোস।

সায়ীদ আবুবকর
রাত্রি
দিবস তলিয়ে যাচ্ছে রাত্রির ভেতর,
যেভাবে টাইটানিক অথই অর্ণবে
পড়েছিল ঢলে। দুচোখে নেমেছে ঘোর;
জগৎ উঠেছে মেতে অন্ধ উৎসবে।

তুমুল বৃষ্টির মতো ঝরছে তিমির;
ডুবে যাচ্ছে আদিগন্ত মাঠঘাটবন,
ঘর-গেরস্থালি। বাতাসে দুলছে নীড়
বিহঙ্গের; ভয়ে কাঁপে তার ভীরু মন।

হরিণের ঘুম নেই; হয়তো বাঘেরা
ওঁৎ পেতে আছে আশপাশে। তারও চেয়ে
ভয়ঙ্কর প্রাণী আমাদের ভাঙা বেড়া
ভেঙে ফেলে, ফেলবে যে আমাদের খেয়ে!

তবু এক কবি আছে, করে আশাবাদÑ
হয়তো উঠবে আজ পূর্ণিমার চাঁদ।

শাহীন আরা আনওয়ারী
অন্তরালে

জীবন পথে হাঁটতে গিয়ে
তোমাকে দেখি।
শূন্য থেকে অসীমে।
আনন্দময়ী উদ্যানে।
বলে যাও জীবনের কথা।
কি অসীম সুবাস।
বুঝি না অথবা গুলিয়ে ফেলি।
তাই যত কষ্টের মেলা জীবন বালুচরে।
তোমায় বোঝার হাজার দিল হাজার চোখ
বসত করুক দিলের ঘরে।
সত্য বাণীচিরন্তনের পথেই আজীবন।
বদলায় না সত্য।
সত্যের চোখেই জ্বলুক জীবন বাতি।


আরো সংবাদ



premium cement