২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

উপন্যাস ও কবিতায় পুলিৎজার পেলেন পাওয়ার্স ও ফরেস্ট
মর্যাদাবান মার্কিন পুরস্কার পুলিৎজার প্রধানত সাংবাদিকতা বিষয়ক। প্রায় ১৫টি ক্যাটাগরিতে জোসেফ পুলিৎজার কর্তৃক প্রতিষ্ঠিত এ পুরস্কার দেয়া হয়। আর লেটারস ড্রামা ও মিউজিক শিরোনামে সাতটি ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার দেয়া হয়। ১৯১৭ সাল থেকে দেয়া হচ্ছ এই পুরস্কার। সাহিত্যের এই সাতটি ক্যাটাগরির মধ্যে রয়েছে ফিকশন ও পোয়েট্রি। ‘ফিকশন’ বিভাগে এ বছর পুরস্কার পেয়েছেন রিচার্ড পাওয়ার্স তার ‘দি ওভারস্টোরি’ নামক উপন্যাসের জন্য। এটি পাওয়ার্সের লেখা ১২তম উপন্যাসÑ যা গত বছর প্রকাশিত হয়। আর এ বইটি নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলারের তালিকায়ও ছিল। ২০১৮ সালের ম্যান বুকারের শর্ট লিস্টে স্থান পেয়েছিল এ বই। ‘দি ওভারস্টোরি’ ৯ জন মার্কিনির জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস; যাতে ঘৃণা, ভালোবাসা, আনুগত্য ও বিশ্বাসঘাতকতা সবই আছে। ‘দি আটলান্টিক’ পত্রিকা বইটিকে ‘ডার্কলি অপটিমিস্টিক’ বলে বর্ণনা করেছে। ইংরেজির অধ্যাপক রিচার্ড পাওয়ার্সের জন্ম ইলিনয়ে, বয়স ৬১। এখন ফিকশন নামে পুরস্কার দেয়া হলেও আগে দেয়া হতো নভেল নামে। ১৯৮০ সাল থেকে শর্ট লিস্টভুক্ত তিনটি বইয়ের নাম প্রকাশ করা হচ্ছে। এবারের শর্ট লিস্টে বাকি দু’জন ছিলেন রেবেকা মাকাইয়ের উপন্যাস ‘দি গ্রেট বিলিভার্স’ ও টমি অরেঞ্জের ‘দেয়ার দেয়ার’। কবিতায় এ বছর পুরস্কার জিতে নিয়েছে ফরেস্ট গান্ডারের ‘বি উইথ’। শর্ট লিস্টের বাকি দুটো বই হচ্ছে জস চার্লসের ‘ফিলড’ এবং এ ই স্টালিংয়ের লাইক। রবার্ট ফ্রস্ট সর্বোচ্চ চারবার কবিতায় পুলিৎজার পুরস্কার পেয়েছেন।
আর উপন্যাসে একাধিকবার পেয়েছেন উইলিয়াম ফকনার, জন আপডাইক ও বুথ টাকিংটন। দু’বার করে পুরস্কার পান তারা।


আরো সংবাদ



premium cement