২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আব্বাকে বলে রেখেছি

-

আব্বাকে বলে রেখেছি আপনি এলেই
জলপ্রপাতের প্রবল উচ্ছ্বাস নিয়ে বেরিয়ে আসবে সে
একটুও অপেক্ষা নয়Ñ নয় কোনো আর্তনাদ
হাসিতে খুশিতে কলকল করে আছড়ে পড়বে সে

প্রিয় দুই নয়নকে বলেছি কোনো ভয় নয়
নয় সংশয় দেখবে আলোকচ্ছটায় ভরা এক দূত
দৃষ্টি আনত করে জানাবে তাকে সালাম
বলবে বহু অপেক্ষার হলো অবসান হে মান্যবর।

খাঁচা ছেড়ে আব্বা নেমে আসবে তালুতে
নীল আকাশ পানে ভেসে যাবে মেঘের ভেলাতে
হাত বদল হবে ফেরেশতাদের পবিত্র হাতে হাতে
এক সময় বিশ্ববিধাতার দরবারে পৌঁছাবে তুমি।

সোনালী লাল নীল বেগুনি সাতরঙের মুগ্ধতায়
অপলকে চমৎকৃত হয়ে মহামহিমের জগতে
এই বসুন্ধরার সকল হিসাব নিয়ে তাঁর সম্মুখে
দয়াময় তুমি ক্ষম হে মোরে তোমারই সৃষ্টি আমি
বলব অসীম ক্ষমতাধর সুন্দরতম তুমি।


আরো সংবাদ



premium cement