২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শিবালয়ে ৩ দিনব্যাপী বইমেলা

শিবালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের র‌্যালি - ছবি: নয়া দিগন্ত

মানিকগঞ্জের শিবালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে।

এদিকে, উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার একুশের প্রথম প্রহরে শিবালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ‍সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবনসমূহ ও ব্যবসায় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, প্রভাতফেরি, ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মরণ ও ভাষাসৈনিক শহিদ রফিকের জীবনীর উপর আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় উপাশনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এর আগে রাত ১২টা এক মিনিটে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।


আরো সংবাদ



premium cement