০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


অভিমানে ধান ক্ষেতে আগুন দেয় কৃষকরা : মেনন

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এখনো এদেশের চার কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করছে। আমাদের কৃষকদেরা এখনও ফসলের ন্যায্য মূল্য পায় না। ন্যায্য দাম না পেয়ে অভিমানে ধানের ক্ষেতে আগুন দেয় কৃষকরা। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য এখনও দিতে পারেনি সরকার। তাদের ন্যায্য মূল্য দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, দুর্নীতি আমাদের সামনে এখন অভিশাপ হয়ে আসছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। দুর্নীতি বন্ধ করা গেলে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি আরো আড়াই শতাংশ বেড়ে যেতো।

বুধবার বিকেল ৪টায় ঢাকা জেলার দোহার উপজেলার করম আলীর মোড়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন। সেই সাথে তিনি নিজেই বলেছেন যে, আমার উন্নয়নের প্রকল্পগুলো উইপোকায় খেয়ে নিয়ে যায়। এসব দুর্নীতি বন্ধ হলে দেশ আরো এগিয়ে যেত।

ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল বারেকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য কমরেড নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড করম আলী।

প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক আজাহারুল হক, দোহার উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা প্রমুখ।


আরো সংবাদ



premium cement
সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক

সকল