০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মুরগীর কলিজা বিক্রেতার কাছে চাঁদা দাবি, গাজীপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

মুরগীর কলিজা বিক্রেতার কাছে চাঁদা দাবি, গাজীপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩ - নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরস্থ কাজী ফার্মের মুরগীর মাংস, গিলা-কলিজা কারখানা থেকে বাহিরে সরবরাহকারীর কাছে চাঁদা দাবি করায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। 

আটককৃতরা হলেন-আওয়ামীলীগ নেতা কাওরাইদ ইউনিয়ন পরিষদ (ইউপি)’র সাবেক চেয়ারম্যান ও যুগীরসিট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই (৫৫), জেলা যুবলীগের সদস্য নয়াপাড়া গ্রামের আব্দুল বাতেন মণ্ডলের ছেলে কামরুল হাসান মণ্ডল (৪০) ও যোগিরসিট গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে টাইগার জাহাঙ্গীর (৩৫)। তাদের মধ্যে কামরুল ইসলাম মণ্ডল সদ্য সমাপ্ত কাওরাইদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আফজাল হোসেন জানান, উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগিরসিট এলাকায় কাজী ফার্মস নামের একটি প্রতিষ্ঠানে মুরগীর মাংস প্রক্রিয়াজাতকরণ করে আসছে। স্থানীয় ব্যবসায়ী মো. আরিফুর রহমান ওই প্রতিষ্ঠানের মুরগীর মাংস, গিলা-কলিজা সেখান থেকে বাইরে সরবরাহ করে থাকেন। আরিফুর রহমানকে মুরগীর গিলা-কলিজা ওই ফার্ম থেকে বাহিরে বের করতে গেলে আটককৃতদেরকে কেজি প্রতি এক টাকা করে চাঁদা দিতে হত।

সম্প্রতি তারা এক টাকার স্থলে কেজি প্রতি দুই টাকা চাঁদা দাবি করে আসছে। তারা আরিফের কাছে পাঁচ লাখ টকা দাবি করে। তিন লাখ টাকাও লেনদেন হয়। বাকি টাকার জন্য আরিফকে হুমকি দিলে শুক্রবার ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ওই তিনজনসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল