২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সিরাজদিখানে ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙ্গে পড়েছে

দুর্ঘটনার আশঙ্কা
-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১ হাজার ভোল্ট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙ্গে পড়লেও মেরামতের কোনো উদ্যোগ নেই। ফলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।

উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর ধলেশ্বরী নদীর তীরের একটি খুঁটি নিচ থেকে ভেঙ্গে পড়েছে। যেকোনো সময়ে বিদ্যুৎ লাইনটি ধসে ধলেশ্বরী নদীতে পড়তে পারে। এতে নদী দিয়ে চলাচলকারী নৌযানের যাত্রীদের বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুর আশংকা দেখা দিয়েছে।

এলাকাবাসী জানায়, গত বর্ষার মৌসুমে (প্রায় দুই মাস আগে) নদীতে চলাচলরত একটি বাল্কহেডের ধাক্কায় খুঁটিটি ভেঙ্গে যায়। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা কয়েক ধাপে এসে সেটি পরির্দশন করে যান। কিন্তু দুই মাস অতিবাহিত হলেও খুঁটিটি মেরামত না করে পল্লী বিদ্যুৎ সমিতি লাইনটি সচল রেখেছে। এতে যেকোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশংকা এলাকাবাসীর।

এ ব্যাপারে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো: জাকির হোসেন জানান, বিষয়টি আমি অবগত আছি। খুব শিগগিরই ওখানে একটি টাওয়ার বসানো হবে।


আরো সংবাদ



premium cement