২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আগুনে পুড়ল গার্মেন্ট ঝুটের গোডাউন

আগুনে পুড়ছে গোডাউন - ছবি: নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন বস্তিতে সোমবার ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ বস্তিতে থাকা প্রায় অর্ধশত গার্মেন্ট ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। ঐ গোডউন গুলোতে গার্মেন্টের টুকরো কাপড় বোঝাই ছিল। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

স্থানীয় সুত্র জানায়, ভোর ৪টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়ে ঝুটের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। এছাড়া বস্তির ঘরের বাঁশ বেড়া পুড়ে যায়। বস্তিতে স্বল্প সংখ্যক মানুষ বসবাস করে বাকী গুলোতে গার্মেন্টস মালামাল, কাটা কাপড়,ঝুট রাখা হতো।

বস্তিটি কয়েকবছর আগে উচ্ছেদের পর তা দখলে নেয় স্থানীয় যুবলীগ নেতা জানে আলম বিপ্লব। পরে সেখানে গড়ে তোলা হয় গামেন্টস মালামাল রাখার গোডাউন। এছাড়া কিছু সংখ্যক ঘর তোলা হয় যাতে বসবাস করে নিন্মবিত্তের মানুষ। তবে বস্তির ভেতরেই ঝুটের ব্যবসা করে ঐ যুবলীগ নেতা।

বস্তিতে বসবাসকারী শ্রমিক তোফাজ্জল হোসেন জানান, ভোর আনুমানিক ৪টার দিকে রাতে ঝুটের একটা গোডাউনে আগুন লেগে যায়। পরে মূহুত্বে মধ্যে তা ছড়িয়ে পরে প্রায় অর্ধশত গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর বস্তির লোকজন আতংকে ছুটাছুটি শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান,আগুন লেগে প্রায় অর্ধশত ঝুটের গোডাউনের মালামাল পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটি দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনের সূত্রপাত কেন হয়েছে জানা যায় নি।

ক্ষয় ক্ষতির পরিমান নিরুপন করা চেষ্টা চলছে বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement