২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

টাঙ্গাইলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত - নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে মধুপুরের অরণখোলা ইউনিয়নের টেলকি ফায়ারিং জোনে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া ছিল। শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটে মহড়া চলাকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি নামক একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মধুপুর বনে হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রশিক্ষণ বিমানটি ফায়ারিং করার সময় মধুপুর বনের ভিতরে হঠাৎ করে বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিমানটি ছিন্নভিন্ন হয়ে গেছে। এছাড়া নিহতের লাশ টুকরো টুকরো হয়ে যায়। বিকেলে ৫টা পর্যন্ত বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছিলেন।


আরো সংবাদ



premium cement