০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


শরীয়তপুরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি নেতা শফিকুর রহমানের ত্রাণ বিতরণ

শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ - নয়া দিগন্ত

নড়িয়ায় পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন। আগামী জাতীয সংসদ নির্বাচনে তিনি শরীয়পুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

আজ রোববার বেলা ১১টায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের সাধুরবাজার ও নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর আগে তিনি আরো ছয় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রানসামগ্রী ও পদ্মার ভাঙ্গনে নিখোজ ৯ ব্যক্তির পরিবারকে ১২ হাজার করে নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

ত্রাণসামগ্রী হিসেবে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২৫ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৫০০ গ্রাম রসুন ও ১ ডজন দেয়াশলাই প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির মানবধিকার বিষয়ক সম্পাদক মমতাজ উদ্দিন হাওলাদার, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাস্টার শাহিন হাওলাদার, শহিদুল ইসলাম তারা, কামরুল আহসান মাঝি, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নেছার উদ্দিন, নড়িয়া পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন টেনু, সাধারণ সম্পাদক মোর্শেদ মাঝি, সহ-সভাপতি ছানাউল্লাহ ছৈয়াল, যুগ্ম সম্পাদক কাইয়ুম সরদার, পৌর যুবদল সাধারণ সম্পাদক নুর জামান শেখ, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ঢালী, সাবেক সভাপতি কে এম শাহজাহান কবির বাবুল খান, কেদারপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন শিকারী, নড়িয়া উপজেলা মহিলা দল সভানেত্রী শাহিদা আক্তার, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি হুরমুজ মুন্সী, বিএনপি নেতা মোহাম্মদ আলী হাওলাদার, সুলতান আহমেদ বিপ্লব, ওমর ফারুক হাওলাদার, নড়িয়া উপজেলা যুবদল নেতা সোহেল দেওয়ান, ছাত্রদল নেতা সাব্বির দেওয়ান, শোভন খান, সুমন খান, মামুন লস্কর, দিলু খান প্রমূখ।


আরো সংবাদ



premium cement
শুক্রবার দেশে আসবে মোহাম্মদ আলীর লাশ, শনিবার দাফন ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্ক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ইরান বাসায় ফেরার পর যা জানালেন খালেদা জিয়ার চিকিৎসক ঋণ পুনঃনির্ধারণের নিয়ম মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলছে : ড. ফরাস উদ্দিন ৪ মাসে ৮৩১ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ বকেয়া বিল পরিশোধ নিয়ে সরকারের অবস্থান জানতে আগ্রহী আইএমএফ সরিষাবাড়ীতে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিল ব্র্যাক ব্যাংক সৌদি আরবের ৮০ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : সালমান এফ রহমান ওমরার ভিসায় হজ করা যাবে না : সৌদি কর্তৃপক্ষ

সকল