২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন হত্যার বিচার দাবি

-

গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন আহম্মেদের খুনি আজম খানের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণী ভূইয়ার সভাপতিত্বে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন ফেরীঘাট সংলগ্ন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণী ভূইয়ার স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ। এ সময় তিনি বলেন, ১৯৮৪ইং সনের ২৭ সেপ্টম্বর তৎকালীন সৈরাচার বিরোধী আন্দোলনে সারাদেশে ২২ দল হরতাল আহবান করে। ওইদিন গাজীপুরের কালীগঞ্জে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মিছিলে ময়েজ উদ্দিন আহম্মেদ নেতৃত্ব দেন। ওই সময় কালীগঞ্জ বাজার এলাকায় জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য আজম খানের নেতৃত্বে সন্ত্রাসীরা ময়েজউদ্দিনের উপর হামলা চালিয়ে তাকে শহীদ করেন।

আগামী ২৭ সেপ্টেম্বর ২০১৮ইং শহীদ ময়েজউদ্দিনের ৩৪তম শাহাদাৎ বার্ষিকীর বিভিন্ন কর্মসূচী নিয়ে উপজেলা আওয়ামী লীগ যখন ব্যস্ত ঠিক তখনি গত ২২ সেপ্টেম্বর ২০১৮ইং বেলা সাড়ে ১১টার দিকে আজম খানের নেতৃত্বে প্রাডো, প্রাইভেটকার, মাইক্রোসহ ৪০/৫০টি মোটরসাইকেলে শহীদ ময়েজউদ্দিন সড়কের ফেরীঘাট এলাকায় পৌছলে একাধিক মাহিন্দ্র ও অটোরিক্রার সাথে সংঘর্ষ হয়। এ সময় ওই সব গাড়ীর চালক, যাত্রী ও স্থানীয়দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার সাথে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে বলেন, জাতীয় পার্টি নিজেরাই পূর্ব পরিকল্পিতভাবে একটি ঘটনা সাজিয়ে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আজম খানের স্ত্রী রাহেলা পারভীন সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশ করে।


আরো সংবাদ



premium cement