০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


কাকলির স্বপ্ন পূরণে পাশে থাকবে র‌্যাব

কাকলির হাতে মিষ্টি ও টাকা তুলে দিচ্ছেন র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মো: খালেদ মাহমুদ - ছবি: নয়া দিগন্ত

মাদারীপুর জেলার শিবচর থানার মেধাবী ছাত্রী কাকলি আক্তার। ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে। তার চোখে মুখে আছে স্বপ্ন জয়ের আশা। কিন্তু স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার মত মেধা থাকলেও নেই আর্থিক স্বচ্ছলতা। পরিবারের নেই কোন শিক্ষিত সদস্য, যে তাকে দিতে পারবে উচ্চ শিক্ষার দিক নির্দেশনা।

কাকলীর বাবা একজন খেটে খাওয়া দিন মজুর, মা গৃহিণী। পাঁচ-ভাইবোনের মধ্যে সবার বড় কাকলী। তার স্বপ্ন সে একজন উচ্চ শিক্ষিত নারী হয়ে দেশের সেবা করবে। তাই সে সকলের কাছে দোয়া প্রার্থী।

কাকলীর পাশে এসে দাঁড়িয়েছে ‘র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন”। তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মো: খালেদ মাহমুদ।

তিনি বলেন, ডিজি র‌্যাব ফোর্সেস মহোদয় কাকলীর ব্যাপারে খুবই সদয় আছেন। তিনি চান এই ধরনের মেধাবী শিক্ষার্থী যেন অকালে ঝরে না পড়ে। কাকলী যাতে ভবিষ্যতে উচ্চ শিক্ষা লাভ করতে পারেন সে ব্যাপারে র‌্যাব সর্বদা তার পাশে থাকবে।

গত শনিবার র‌্যাবের পক্ষ থেকে ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ কাকলিকে নগদ দশ হাজার টাকা, মিষ্টি এবং এক সেট ড্রেস উপহার প্রদান করেন।


আরো সংবাদ



premium cement