২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চান্দিনায় ক্রসফায়ারের হুমকি

-

কুমিল্লার চান্দিনায় সাধারণ মানুষকে প্রকাশ্যে ‘ক্রস ফায়ারের’ হুমকি দিয়েছে চান্দিনা থানা পুলিশ। রাতে সিএনজি অটোরিক্সা যোগে বাজার থেকে বাড়ি ফিরছিলেন চান্দিনা বাজারের ৪ জন ব্যবসায়ী। সিএনজি অটোরিক্সাটি চান্দিনা উপজেলা সদরের খেলার মাঠ সংলগ্ন স্থানে পৌঁছলে তাদের পথরোধ করে সাদা পোশাকে থাকা পুলিশের এক কনস্টেবল। তার পিছনে পুলিশের পিকআপ ভ্যান। শুরু করেন সিএনজিতে তল্লাসী। এসময় সিএনজির যাত্রীরা বলেন, ‘স্যার সমস্যা কি?’ উত্তরে পুলিশ কনস্টেবল বলেন- ‘কোন কথা নাই, মাদক পাইলেই ক্রস ফায়ার’। কোন কারণ ছাড়াই পুলিশ কনস্টেবলের মুখে এমন কথা শুনে হতভম্ব ও ভিত হয়ে পড়েন যাত্রীরা।
এসময় পোশাক পরিহিত অপর এক পুলিশ কনস্টেবল এসে ওই সাদা পোশাকের কনস্টেবলকে সিএনজির কাছ থেকে সরিয়ে নেন।
খোঁজ নিয়ে জানা যায়- সাদা পোশাকের ওই পুলিশ কনস্টেবলের নাম রুবেল। তিনি চান্দিনা থানায় কর্মরত।
একজন পুলিশ কনস্টেবল প্রকাশ্যে ‘ক্রস ফায়ার’ দেওয়ার হুমকি দেওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শামছুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘আমার থানার কোন পুলিশ কনস্টেবল সিভিল পোশাকে বের হয়নি। এমনকি ক্রস ফায়ারের কথা বলেনি’।


আরো সংবাদ



premium cement